পুণে সিটির কাছে হারল ইস্টবেঙ্গল

আইএসএলে কোনও টিম পাননি র‌্যান্টি মার্টিন্স। সেই ক্ষতে প্রলেপ দিতে এফসি পুণে সিটির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিততে মরিয়া ছিলেন তিনি। কিন্তু নাইজিরিয়ান স্ট্রাইকারের সেই আশা পূরণ হল না। নিজে গোল পেলেও ডেভিড প্লাটের টিমের কাছে ১-৩ হারল ইস্টবেঙ্গল। লাল-হলুদ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের অবশ্য দাবি, ‘‘ওদের প্রথম গোল হ্যান্ডবল ছিল। আর শেষেরটা অফ সাইড। শুধু মাঝের নিকি শোরের গোলটা অসাধারণ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৭
Share:

আইএসএলে কোনও টিম পাননি র‌্যান্টি মার্টিন্স। সেই ক্ষতে প্রলেপ দিতে এফসি পুণে সিটির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিততে মরিয়া ছিলেন তিনি। কিন্তু নাইজিরিয়ান স্ট্রাইকারের সেই আশা পূরণ হল না। নিজে গোল পেলেও ডেভিড প্লাটের টিমের কাছে ১-৩ হারল ইস্টবেঙ্গল।

Advertisement

লাল-হলুদ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের অবশ্য দাবি, ‘‘ওদের প্রথম গোল হ্যান্ডবল ছিল। আর শেষেরটা অফ সাইড। শুধু মাঝের নিকি শোরের গোলটা অসাধারণ।’’ তবে প্লাটের শিবির র‌্যান্টি, অভ্র মণ্ডলদের কোচের দাবি মানতে নারাজ। পুণের অন্যতম নির্ভরযোগ্য ভারতীয় ডিফেন্ডার প্রীতম কোটাল পুণে থেকে ফোনে পাল্টা বলছিলেন, ‘‘আমাদের কোনও হ্যান্ডবল বা অফসাইড হয়নি। ন্যায্য গোল করেই জিতেছি।’’

প্রথমার্ধের শুরুতেই তুরস্কের স্ট্রাইকার তুনচাই স্যানলির গোলে এগিয়ে যায় পুণে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য শাহনাজের মাইনাস থেকে হেডে গোল শোধ করেন র‌্যান্টি। কিন্তু বিরতির আগেই অসাধারণ গোল করে ২-১ করে দেন পুণের ব্রিটিশ ডিফেন্ডার নিকি শোরে। দ্বিতীয়ার্ধে গোল শোধের বহু চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে নিকির দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় পুণের টিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement