SC East Bengal

চেন্নাইয়নের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এসসি ইস্টবেঙ্গল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ২২:০৭
Share:

আবারও ড্র করল এসসি ইস্টবেঙ্গল। ছবি টুইটার

প্রথম লেগের মত দ্বিতীয় লেগেও চেন্নাইনের বিরুদ্ধে ভাল খেলে জয় অধরা ইস্টবেঙ্গলের। প্রথমার্ধেই ১০ জন হয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৩১ মিনিটে রহিম আলিকে অবৈধ ভাবে বাধা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যান অজয় ছেত্রি ফলে দশ জনে খেলতে থাকে এসসি ইস্টবেঙ্গল। এ নিয়ে ষষ্ঠ ম্যাচ ড্র করল তারা।

Advertisement

ব্রাইট এনোবাখারে বেশ কয়েকবার আক্রমণ করলেও চেন্নাই ডিফেন্স তা প্রতিহত করে। তবে, লাল হলুদের দুর্গ অক্ষত রাখতে আবারও দারুণ ভূমিকা নেন দেবজিত মজুমদার। ১৮ মিনিটে সুযোগ আসে চেন্নাইয়নের কাছে। ইসমা পাস দেন ছাংতেকে। তবে তার শট বার উঁচিয়ে বাইরে যায়। বিরতির আগেও ভাল সুযোগ পায় চেন্নাইয়ন। অনিরুদ্ধের বাড়ান বল বাঁচাতে গোল ছেড়ে বেরিয়ে এসে বল মিস করেন দেবজিত। অধিনায়ক ড্যানি ফক্স ক্লিয়ার করতে গেলে বল প্রায় গোলে ঢুকে যাচ্ছিল। নারায়ণ দাস সেই বল ক্লিয়ার করেন।

দ্বিতীয়ার্ধে সুরচন্দ্রের পাস থেকে শট নেন পিলকিংটন সেই শট গলের সাইডে লেগে বেরিয়ে যায়। ৬২ মিনিটেও সুযোগ আসে লাল হলুদের সামনে। স্কট নেভিলের ফ্রিকিক চেন্নাই গোলরক্ষক বিশাল কাইথ তা বাঁচিয়ে দেন।

Advertisement

১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ছয় নম্বরে থাকল চেন্নাইয়ন আর সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকল এসসি ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement