প্লাজা বাঁচিয়ে রেখেছেন ইস্টবেঙ্গলের স্বপ্ন। আমনার পায়ে স্বপ্নভঙ্গ হবে না তো? ছবি: এএফপি
শুক্রবার প্রাক্তন ইস্টবেঙ্গলী অক্সিজেন দিয়েছেন লাল-হলুদের সাজঘরে। রবিবার আর এক প্রাক্তন শতাব্দী ছুঁতে যাওয়া ক্লাবের স্বপ্ন ভেঙে দিতে পারেন।
প্রথম জন চার্চিল ব্রাদার্সের উইলিস প্লাজা। শুক্রবার যাঁর পায়ে মাণ্ডবী তীরে চেন্নাই সিটি এফসি-র আই লিগ চ্যাম্পিয়ন হওয়া বিলম্বিত হয়েছে।
দ্বিতীয় জন আল আমনা। ইস্টবেঙ্গল ছেড়ে সিরিয়ান ম্যাজিশিয়ান এখন মিনার্ভার সম্পদ। আলেয়ান্দ্রো মেনেনদেজ-ব্রিগেডের নাড়িনক্ষত্র তাঁর জানা। চোট-আঘাতের লাল চোখ দেখে মরসুমের মাঝপথেই ইস্টবেঙ্গল ছেড়ে আমনাকে পাড়ি জমাতে হয় পঞ্জাবের ক্লাবে। রবিবাসরীয় দুপুরে তাঁর সামনে পুরনো ক্লাব। এখনও পর্যন্ত আমনা দুটো পুরো ম্যাচ খেলেছেন মিনার্ভার হয়ে। একটি ম্যাচ খেলেছেন ১৫ মিনিটের হয়ে।
আরও পড়ুন: প্লাজার জোড়া গোলে স্বপ্ন বাঁচল ইস্টবেঙ্গলে
আরও পড়ুন: আজ জিতলেই চেন্নাই চ্যাম্পিয়ন, হারলে টিকে থাকবে ইস্টবেঙ্গলের আশা
আমনা মিনার্ভায় যোগ দেওয়ার পরে গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। পেন্ডুলামের মতো দোল খেয়েছে ইস্টবেঙ্গলের ভারতসেরা হওয়ার আশা। কখনও মনে হয়েছে এ বারও হল না। শুক্র-বিকেলে চেন্নাই সিটি এফসি হেরে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের সামনে ফের আশার রেখা দিয়েছে। লাল-হলুদ ব্রিগেডের সামনে দেওয়াললিখন স্পষ্ট। মিনার্ভা পঞ্জাব ও গোকুলাম — শেষ দুটো ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে ভাগ্যদেবীর সাহায্যও দরকার।
পরিস্থিতির বিচারে ইস্টবেঙ্গল-মিনার্ভা ম্যাচ লাল-হলুদের কাছে ‘ডু অর ডাই’। জেতা ছাড়া কোনও উপায় নেই ইস্টবেঙ্গলের সামনে। মিনার্ভার থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে চেন্নাই সিটি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারবেন এনরিকেরা। সেক্ষেত্রে আই লিগের ভাগ্য ঝুলে থাকবে শেষ ম্যাচের জন্য। তখন ভাগ্য যেদিকে আই লিগও সেদিকে। রাজধানী থেকে শনিবারই পঞ্চকুলায় পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল-ব্রিগড। মাভৈঃ বলে শুধু নেমে পড়ার অপেক্ষা।