লাল-হলুদের হকি দল। নিজস্ব চিত্র
দীর্ঘ দু’দশক পর হকি দল তৈরি করছে ইস্টবেঙ্গল ক্লাব। মার্চের প্রথমদিক থেকেই হকি লিগ শুরু হচ্ছে। সেই লিগে খেলতে চায় লাল-হলুদ ক্লাব। মঙ্গলবার থেকে অনুশীলনও শুরু করে দিয়েছেন হকি খেলোয়াড়রা। শতবর্ষের কথা মাথায় রেখেই শুধু হকি দল নয়, টেনিস দলও তৈরি করতে চাইছে ইস্টবেঙ্গল।
বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের হাতে ক্রীড়াস্বত্ত্ব থাকলেও চুক্তি সই না হওয়ায় হকি, টেনিস বা অ্যাথলেটিক— সব ক্ষেত্রেই দল তৈরি করতে বাধা নেই ইস্টবেঙ্গলের। খেলতেও সমস্যা হবে না। এমনটাই মনে করছেন ক্লাবের কর্মকর্তারা।
হকি সচিব চঞ্চল বন্দোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দলে সাত জন ভারতের জুনিয়র দলের হকি খেলোয়াড় আছে। আমরা শক্তিশালী দল গড়েছি। আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে ক্লাব।’’