Mike Okoro

শতবর্ষে ওকোরোকে আনার উদ্যোগ শুরু ইস্টবঙ্গলের

ওকোরো যদি পুরনো শহরে আসতে রাজি থাকেন, তা হলে আসা-যাওয়ার বিমান খরচ, হোটেলের খরচ বহন করবে ক্লাব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ২০:৫২
Share:

ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে দেখা যেতে পারে ওকোরোকে। —ফাইল চিত্র।

আশিয়ান কাপ জয়ের ১৬ বছর পূর্তি ছিল শুক্রবার। তার আগেরদিন মাইক ওকোরো ‘আনন্দবাজার’-কে বলেছিলেন, ‘‘ইঞ্জেকশন নিয়ে আশিয়ান কাপ জিতিয়েছিলাম ইস্টবেঙ্গলকে। অথচ শতবর্ষে ডাকই পেলাম না।’’

Advertisement

ওকোরোর অভিমান মুছিয়ে দিয়ে ইস্টবেঙ্গলের সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত জানিয়েছিলেন, ‘‘মান-অভিমানের ব্যাপার নয়। ক্লাবের শতবর্ষ অনুষ্ঠান দু’ বছর ধরে চলবে। আশিয়ান কাপ জয়ী ফুটবলারদেরও নিশ্চয় ডাকা হবে। সবাইকে তো একবারে ডাকা সম্ভব নয়। তাই এ বার ডাকা গেল না।’’

এই খবর প্রকাশিত হওয়ার দিন দুয়েকের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে ওকোরোকে আনতে উদ্যোগী হয়েছে লাল-হলুদ শিবির। নাইজেরীয় ‘গোলমেশিন’কে ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করা হচ্ছে। শান্তিবাবু শনিবার জানান, শতবর্ষের অনুষ্ঠানেই ওকোরোকে আনতে চাইছে ক্লাব। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ‘ইঞ্জেকশন নিয়ে খেলে ইস্টবেঙ্গলকে আশিয়ান কাপ দিয়েছিলাম, ক্লাবের শতবর্ষে ডাকই পেলাম না’

একটি ফ্যান ক্লাবের অনুরোধ ওকোরো মার্কিন-মুলুকে লাল-হলুদের পতাকা ওড়াবেন। তিনি যদি পুরনো শহরে আসতে রাজি থাকেন, তা হলে আসা-যাওয়ার বিমান খরচ, হোটেলের খরচ বহন করবে ক্লাব। আশিয়ান কাপ ফাইনালের প্রসঙ্গ উত্থাপ্পন করে ওকোরো বলছিলেন, ‘‘আমরা সবাই সেদিন নিজেদের উজাড় করে দিয়েছিলাম। এক জন বা দু’ জন নয়, সবাইকেই ক্লাবের শতবর্ষে ডাকা উচিত।’’ ক্লাবের শতবর্ষে আশিয়ান কাপ জয়ী দলের সদস্য ওকোরোকেও আনতে চলেছে ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement