পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশে প্রস্তুতি ইস্টবেঙ্গলের। আজ, সোমবার আইজলের বিরুদ্ধে ম্যাচ।-ফেসবুক
তুমি যে এ ঘরে কে তা জানত!
আই লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলতে আইজল গিয়ে রবিবার দুপুরে নাকি এমন স্বগতোক্তিই বেরিয়ে এল ইস্টবেঙ্গল ম্যানেজার মণীশ বন্দ্যোপাধ্যায়ের! যার জেরে তুলকালাম ইস্টবেঙ্গল-আইজল ম্যাচের আগের দুপুর!
ঘটনাটা কী?
রবিবার বেলা বারোটা নাগাদ আইজল এফসির ঘরের মাঠ রাজীব গাঁধী স্টেডিয়ামে ক্লোজড ডোর প্র্যাকটিস ডেকেছিলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান। উইলিস প্লাজাদের অনুশীলন চলাকালীন ম্যানেজার-পুত্র সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে বাইরে থেকে তালাবন্ধ স্টেডিয়ামের একটি ঘরের জানালা দিয়ে কেউ মোবাইল-ক্যামেরাবন্দি করছেন মর্গ্যানের বিশেষ প্র্যাকটিস। এর পরেই লাল-হলুদ কর্তারা বিষয়টি নিয়ে হইচই শুরু করে দেন। ডেকে আনা হয় নিরাপত্তারক্ষীকেও। চিত্রগ্রাহক ব্যক্তি ততক্ষণে লুকিয়ে পড়েছেন স্নানঘরে। পরে নিরাপত্তারক্ষীরা ঘরের দরজা খুললে তিনি গাড়ি নিয়ে চম্পট দেন।
আইজল থেকে এ দিন বিকেলে ফোনে কথা বলার সময়ও উত্তেজনা যাচ্ছে না ইস্টবেঙ্গল ম্যানেজারের। বলছিলেন, ‘‘আইজল কোচ খালিদ জামিল খুব চালাক। উনি যে এ রকম কিছু করাতে পারেন সে রকমই আঁচ করেছিলাম। ওই ব্যক্তি জানিয়েছেন তাঁর নাম বাবলু এবং তিনি আইজল এফসির সঙ্গে জড়িত। ম্যানেজার্স মিটিংয়ে ম্যাচ কমিশনারকে পুরো ব্যাপারটা জানিয়েছি। লিখিত অভিযোগ পাঠানো হচ্ছে।’’
আরও পড়ুন:
স্লেজিং নিয়ে এ বার পিছু হটা শুরু ওয়ার্নারদের
লাল-হলুদ ফুটবলারদের কানেও গিয়েছে বিষয়টি। স্টপার অর্ণব মণ্ডল ও লালরিন্দিকাও বললেন, ‘‘মাঠ থেকেই দেখছিলাম আমাদের কর্তারা বেশ উত্তেজিত। পরে জানতে পারি কেউ আমাদের ছবি তুলছিল।’’
আইজল কোচ খালিদ জামিলকে ফোন করা হলে তাঁর ফোন বেজেই গিয়েছে। ম্যাচ কমিশনার কেরলের মাইকেল অ্যান্ড্রু বললেন, ‘‘ঘটনার সময় আমি ছিলাম না। একটা মৌখিক অভিযোগ অবশ্য ইস্টবেঙ্গল করেছে। তবে লিখিত না পেলে কিছু বলা সম্ভব নয়।’’ আই লিগ সিইও সুনন্দ ধর সব শুনে বললেন, ‘‘আগে ইস্টবেঙ্গলের চিঠি পাই, তার পর মন্তব্য করা যাবে। যদি ক্লোজড ডোর প্র্যাকটিস করার কথা থাকে, তা হলে পুরো দায়িত্ব কিন্তু আইজলের।’’
এই মুহূর্তে আই লিগের দৌড়ে কলকাতার দুই প্রধানের (২১ পয়েন্ট) পরেই তৃতীয় স্থানে রয়েছে আইজল এফসি (১৭ পয়েন্ট)। প্রথম লিগে বেঙ্গালুরু, ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছে খালিদ জামিলের দল। তবে দু’দলই আগের ম্যাচে ড্র করায় কিছুটা চাপে। সে কথা মাথায় রেখেই ইস্টবেঙ্গল কোচ ফিরতি লিগে মাঠে নামার আগে বিপক্ষকে সমীহ করছেন। যদিও তিনি আইজলের ‘ফুটবল-গোয়েন্দা’কে গুরুত্ব না দিয়ে বলে দিলেন, ‘‘মাঠের বাইরের ব্যাপার নিয়ে কোনও মন্তব্য নয়। লিগে দারুণ খেলছে আইজল। টিমের নাম ইস্টবেঙ্গল বলে মাঠে নেমেই জিতে যাব সেটা ভাবলে চলবে না।’’
ইস্টবেঙ্গল টিম সূত্রে খবর, সোমবার টিমে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন মর্গ্যান। অর্ণব, রবার্ট, রোমিও, রওলিন, অবিনাশদের প্রথম দলে ঢোকার সম্ভাবনা প্রবল।
সোমবার আই লিগে
ইস্টবেঙ্গল-আইজল এফসি (আইজলে),
সরাসরি সম্প্রচার টেন টু চ্যানেলে (দুপুর ২.০৫ থেকে)।