—প্রতীকী ছবি।
এএফসির ক্লাব লাইসেন্সিংয়ের পরীক্ষায় এটিকে-মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, চেন্নাইয়িন এফসি ও মুম্বই সিটি এফসি সফল। অথচ ব্যর্থ এসসি ইস্টবেঙ্গল, ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও হায়দরাবাদ এফসি।
ক্লাব লাইসেন্সিংয়ে যে একাধিক শর্ত রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে পরিকাঠামো, পরিচালন ব্যবস্থা ও আর্থিক স্বচ্ছতার প্রমাণ দেওয়া। ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী সংস্থার কর্তাদের অভিযোগ, ‘‘গত মরসুমের আয়-ব্যয়ের হিসাব আমরা পাইনি ক্লাব থেকে। চুক্তি অনুযায়ী অর্থ পাওয়ার পরে ফুটবলারেরা ক্লাবকে যে এনওসি দেন, তা-ও দেওয়া হয়নি।’’ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আই লিগের চিফ এগজিকিউটিভ অফিসার সুনন্দ ধর বললেন, ‘‘এই পরিস্থিতিতে ক্লাবগুলো ছাড় দেওয়ার জন্য এএফসির কাছে আবেদন করতে পারে। সিদ্ধান্তের বিরোধিতাও করতে পারে।’’ লাল-হলুদ কর্তারা রবিবারই ছাড় দেওয়ার জন্য এএফসির কাছে আবেদন করেছেন।