সিএবি সুপার লিগে ইস্টবেঙ্গলের ৬ পয়েন্ট

সিএবি সুপার লিগের ম্যাচে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে এ দিন এরিয়ান দ্বিতীয় ইনিংসে ২৭৪-এ অল আউট হয়ে গেলে জয়ের জন্য ইস্টবেঙ্গলের টার্গেট দাঁড়ায় ৫২। যা তারা এক উইকেট হারিয়ে তুলে নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০৪:৪০
Share:

মোহনবাগান ইনিংসে জিতে সাত পয়েন্ট পাওয়ার পর এ বার ইস্টবেঙ্গলও সরাসরি এরিয়ানকে হারিয়ে ছ’পয়েন্ট ঘরে তুলল বুধবার।

Advertisement

সিএবি সুপার লিগের ম্যাচে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে এ দিন এরিয়ান দ্বিতীয় ইনিংসে ২৭৪-এ অল আউট হয়ে গেলে জয়ের জন্য ইস্টবেঙ্গলের টার্গেট দাঁড়ায় ৫২। যা তারা এক উইকেট হারিয়ে তুলে নেয়। কোনও উইকেট না হারিয়ে এই রান তুললে তারাও মোহনবাগানের মতো এক বোনাস পয়েন্ট পেত। কিন্তু তা আর হল না। সদ্য ডাবল সেঞ্চুরি করা এরিয়ানের অভিষেক মিত্র ১৪০ রান করেন। ইস্টবেঙ্গলের বি অমিত পাঁচ উইকেট নেন ৫৭ রান দিয়ে।

অন্য দিকে বেহালার রেল মাঠে সোমবার বৃষ্টি পড়ায় সুপার লিগের ভবানীপুর-কালীঘাট ম্যাচ আর হলই না। এক বেলার বৃষ্টিতে মাঠের যা অবস্থা দাঁড়ায়, তাতে দু’দিন খেলাই সম্ভব হল না। তাই দুই দলের ক্রিকেটার, কোচেরা ক্ষুব্ধ। প্রশ্ন উঠল, এমন মাঠে খেলা দেওয়া হল কেন?

Advertisement

টেবল টেনিস: জয়দেব ঘোষ অ্যাসোসিয়েটস সামার টেবল টেনিস কোচিং ক্যাম্প শেষ হল। ৬০ জন ছেলে ও মেয়েকে এক মাসের ট্রেনিং দেওয়া হল। শংসাপত্র এবং পদক দিলেন প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায় এবং টেবল টেনিস খেলোয়াড় সৌম্যদীপ রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement