সলমনকে আনার ভাবনা ইস্টবেঙ্গলে

২০২০ সালে শতবর্ষ ইস্টবেঙ্গলের। তার আগে প্রাক-শতবর্ষ অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালন করতে সলমন খান-কে নিয়ে অনুষ্ঠানের ভাবনা ক্লাবের।

Advertisement

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৩:৫৬
Share:

আকর্ষণ: প্রাক-শতবর্ষ অনুষ্ঠানে আসতে পারেন সলমন। ফাইল চিত্র

প্রাক-শতবর্ষ অনুষ্ঠানে বলিউড তারকা সলমন খানকে এনে অনুষ্ঠানের ভাবনা ইস্টবেঙ্গলের। যা হতে পারে চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে। আর তার জন্যই গত কয়েকদিন ধরে মুম্বইয়ে ঘাঁটি গেড়ে বসে আছেন ক্লাবের শীর্ষ কর্তারা।

Advertisement

২০২০ সালে শতবর্ষ ইস্টবেঙ্গলের। তার আগে প্রাক-শতবর্ষ অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালন করতে সলমন খান-কে নিয়ে অনুষ্ঠানের ভাবনা ক্লাবের। সূত্রের খবর, ক্লাব ও সলমনের মধ্যে আলোচনার অন্যতম যোগসূত্র বলিউডের জনপ্রিয় সুরকার ও গায়ক প্রীতম চক্রবর্তী। যিনি নিজে আদ্যন্ত ইস্টবেঙ্গল সমর্থক। চার বছর আগে অভিনেতা অক্ষয় কুমার ও সোনাক্ষী সিংহকে এনে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান করেছিল ইস্টবেঙ্গল। সে বারও লাল-হলুদ শিবিরের কর্তারা এগিয়েছিলেন প্রীতম চক্রবর্তীর মাধ্যমেই। প্রীতম এই মুহূর্তে বিদেশে। কিন্তু দেশ ছাড়ার আগে তিনি সব ব্যবস্থা করে গিয়েছেন। জানা গিয়েছে, আগামী দু’একদিনের মধ্যেই সলমন খানের সঙ্গে আলোচনায় বসতে পারেন কর্তারা। ইস্টবেঙ্গল সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলছেন, ‘‘দেবব্রত সরকার মুম্বই গিয়েছেন। এ ব্যাপারে এখন কিছু বলব না। দেখা যাক কী হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement