অভিনব ঘটনা ঘটাল ইস্টবেঙ্গল!
ছোটদের ডার্বির আগের দিন সোমবার দুই প্রধানের কোচেদের নিয়ে নিজেদের ক্লাব-তাঁবুতে সাংবাদিক সম্মেলন করল লাল-হলুদ। সেখানে দুই ক্লাবের সদস্য-সমর্থকদের কাছে ইস্টবেঙ্গল কোচ সুজিত চক্রবর্তী এবং মোহনবাগান কোচ জো পল আনচেরি অনুরোধ জানান, আজ মঙ্গলবারের ফিরতি ডার্বিতে ঝামেলা না করার জন্য। উত্তেজনা না ছড়ানোর জন্য।
বেশ কয়েক বছর ধরে বড়দের ডার্বির আগে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য এ ভাবে প্রচার করা হয়ে আসছে। কলকাতা লিগের ডার্বির আগে আইএফএ-তে এবং আই লিগের ডার্বির আগে দুই টিমের কোচ ও অধিনায়ককে নিয়ে ইস্ট-মোহনের ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলনও হয়ে থাকে। আর এ বার সেই একই ধারা অনূর্ধ্ব-১৮ আই লিগের ডার্বিতেও বজায় রাখলেন লাল-হলুদ কর্তারা। প্রথম লেগের ডার্বিতে মোহনবাগান মাঠে গণ্ডগোল হয়েছিল। এ বার যাতে সেটা না হয়, তাই আগে থেকেই সাবধান হতে চাইছে ইস্টবেঙ্গল। সুজিত এবং আনচেরি দু’জনেই বলেন, ‘‘খেলার মাঠে ঝামেলা হওয়াটা কাম্য নয়। এ জন্য আমাদের সমর্থকদেরই সংযত থাকতে হবে।’’