কাশ্মীরে কি ম্যাচ হবে, জানতে চাইল ইস্টবেঙ্গল

১৫ বছর পরে শ্রীনগরে সব চেয়ে বেশি তুষারপাত হয়েছিল এ বার। যার ফলে ভেস্তে গিয়েছিল ১০ ফেব্রুয়ারির ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ। যা স্বস্তি এনে দিয়েছিল আলেসান্দ্রোর দলে। প্রবল ঠান্ডায় তাঁদের খেলতে হয়নি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৯
Share:

লাজং এফসিকে ৫-০ হারিয়ে আই লিগ পয়েন্ট টেবলের তিন নম্বরে উঠে আসার দিনেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের।

Advertisement

১৫ বছর পরে শ্রীনগরে সব চেয়ে বেশি তুষারপাত হয়েছিল এ বার। যার ফলে ভেস্তে গিয়েছিল ১০ ফেব্রুয়ারির ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ। যা স্বস্তি এনে দিয়েছিল আলেসান্দ্রোর দলে। প্রবল ঠান্ডায় তাঁদের খেলতে হয়নি।

এ বার ইস্টবেঙ্গলে ফের চিন্তার কারণ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর উপর জঙ্গি হামলা। ফেডারেশনের পরিবর্তিত সূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু এ দিনের ঘটনার পরে দলের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন ইস্টবেঙ্গল কর্তারা। এ দিন যুবভারতীতে ম্যাচের পরেই ইস্টবেঙ্গলের তরফে যোগাযোগ করা হয় ফেডারেশন কর্তাদের সঙ্গে। আগামী কয়েক সপ্তাহে কাশ্মীর উপত্যকায় শান্তি কতটা ফিরবে, তা নিয়েই চিন্তিত ইস্টবেঙ্গল কর্তারা। তার উপরে দলের কোচ ও তাঁর সহকারী-সহ খেলোয়াড়দের বেশ কয়েক জন বিদেশি নাগরিক। সে কারণেই চিন্তা আরও বেড়েছে লাল-হলুদ শিবিরে।

Advertisement

আই লিগের সিইও সুনন্দ ধরের সঙ্গে রাতে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘ইস্টবেঙ্গল কর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বিষয়টি নিয়ে। তাঁদের বক্তব্য শুনেছি। কিন্তু এই মুহূর্তে ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরে রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ সরানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এখনও দু’সপ্তাহ বাকি রয়েছে সংশ্লিষ্ট ম্যাচের। আশা করি তার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। নিরাপত্তা নিয়ে নিশ্চিত হয়েই এই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফেডারেশন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement