ধাক্কা: আর্থিক অনটনে দিন কাটছে প্রতিভাবান দ্যুতির। ফাইল চিত্র
গত সাত দিন ধরে তাঁর বাড়ির টেলিফোন বেজেছে ঘনঘন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছে সেই ফোন। তাতেই প্রাণ ওষ্ঠাগত ভারতের দ্রুততম মহিলা অ্যাথলিট দ্যুতি চন্দের। ভুবনেশ্বর থেকে ফোনে গত এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে সোনাজয়ী দ্যুতি বললেন ‘‘অলিম্পিক্সে যোগ্যতা অর্জন ও তার প্রস্তুতির জন্য নিজের বিএমডব্লিউ গাড়িটি বিক্রি করব ভেবেছি। তাই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলাম কয়েক দিন আগে। তার পরেই পরের পর ফোন আসছে বাড়িতে। কেউ গাড়িটা কিনতে চান। কেউ আবার আমি যাতে গাড়ি বিক্রি না করি, তার জন্য ফোন করছেন। আর সেই ফোন ধরতে গিয়েই হাফিয়ে উঠেছি।’’ কেন গাড়ি বিক্রি করার পরিকল্পনা? দ্যুতি বলেন, ‘‘অলিম্পিক্স প্রস্তুতির টাকা জোগারের জন্যই এই পরিকল্পনা।’’