সিএবির জে সি মুখোপাধ্যায় ক্রিকেট টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করলেন এরিয়ানের সৌম্য পাকড়ে। দ্বিতীয় ডিভিশনও পিছিয়ে নেই। এন সি চট্টোপাধ্যায় মেমোরিয়াল টি-টোয়েন্টি টুর্নামেন্টে হ্যাটট্রিক করলেন জোড়াবাগানের ইমন মল্লিক।
মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে মাত্র ১২ রানে চার উইকেট নিয়ে নিজের দলকে ২৭ রানে জেতালেন বাঁ-হাতি স্পিনার সৌম্য পাকড়ে। এ বছরই এরিয়ানে সই করেছেন তিনি। গত তিন বছর ধরে তিনি উয়াড়ির হয়ে খেলেছেন। হ্যাটট্রিকের পরে জয়ের নায়ক বলেন, ‘‘এর আগেও দু’বার হ্যাটট্রিক করেছি। সীমিত ওভারের খেলায় এটাই প্রথম। আগামী ম্যাচগুলোয় ভাল পারফর্ম করার আশায় রয়েছি।’’
হ্যাটট্রিক করলেন ইমন মল্লিকও। ২৪ বছর বয়সি এই ক্রিকেটার একটি বেসরকারি সংস্থায় চাকরি করার পাশাপাশি ক্রিকেটও খেলেন। তিন বছর আগে পর্যন্ত প্রথম ডিভিশনে নিয়মিত খেলতেন তিনি। তবে আর্থিক সমস্যার কারণেই চাকরির পথ বেছে নিয়েছেন ইমন। যদিও খেলাটা ছাড়তে পারেননি এই অলরাউন্ডার। ইমন বলেন, ‘‘ছোটবেলা থেকে ক্রিকেটার হতে চেয়েছি। সেই তাগিদেই এখনও খেলি। তবে অনেক বছর ক্রিকেট থেকে আমি চাকরি পাওয়ার চেষ্টা করেছি। আর্থিক সমস্যায় পড়েই এই পথ বেছে নিয়েছি। এখন সকালে ক্রিকেট খেলি। আর রাত্রে অফিসে যাই।’’
ব্যাঁটরা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ১৯ রানে ছ’উইকেট পেয়েছেন এই মিডিয়াম পেসার। যদিও ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলেন তিনি। এই হ্যাটট্রিকের পর থেকে বোলিংয়েও উন্নতি করার কথা ভাবছেন ইমন।