কোহালিকে পরামর্শ দিলেন ইয়ান চ্যাপেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডের প্রথম টেস্টে দুরন্ত জয়ের পর অধিনায়ক বিরাট কোহালিকে নিয়ে ভারতীয় ক্রিকেটমহলেই শুধু নয়, বিশ্বক্রিকেটেও বাড়তি আগ্রহ জন্ম নিয়েছে। এরই মধ্যে অস্ট্রেলীয় কিংবদন্তী ইয়ান চ্যাপেল ক্যাপ্টেন কোহালির অধিনায়কত্বের একটি বিশেষ দিকে আলো ফেললেন।
ইদানীংকালে ক্রিকেটমহলে বারবারই প্রবল সমালোচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক। বিপক্ষ ব্যাটসম্যানদের অহেতুক খুচরো রান নিতে দেওয়ার প্রবণতাই এর কারণ। এরই পাশাপাশি সময়ে-সময়ে বোলার বদলের ক্ষেত্রে কোহালির ত্রুটিও নজর এড়ায়নি ক্রিকেটপন্ডিতদের। ইয়ান চ্যাপেল অবশ্য বলছেন, এই ক্ষেত্রে একা কোহালিকে কাঠগড়ায় তোলা অনুচিত।
একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক ইয়ান বলেন,“কোহালিকে যথেষ্ট ভাল অধিনায়ক বলেই মনে করি আমি। তবে, এখনকার অন্য অনেক ক্যাপ্টেনের মতোই ও একটু দূরে ফিল্ড সাজাতে অভ্যস্ত। ব্যাটসম্যানরা সেই জন্যই সিঙ্গলস নেওয়ার সুযোগ পেয়ে যায়। এটাও মাথায় রাখা উচিত যে, ইনিংসের শুরুর দিকেই যদি বিপক্ষ ব্যাটসম্যানরা বেশি খুচরো রান নিয়ে ফেলে তা হলে পরের দিকে তার মাসুল চোকাতে হতেই পারে।”
আরও পড়ুন: পারথের গতি-বাউন্সে সুবিধা আমাদেরও, পাল্টা চাপের খেলায় টিম ইন্ডিয়া
আরও পড়ুন: ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে লড়াকু জয় পিভি সিন্ধুর
চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে ৩১ রানে জয় তুলে নেওয়ার পর ক্যাপ্টেন কোহালির নামটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঢুকে গিয়েছে। এবার লড়াই পারথে। দ্বিতীয় টেস্টের আগে কোহালিকে খানিকটা যেন সতর্কই করে দিলেন চ্যাপেলদের বড়ভাই।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)