Tennis

বিশ্বের ৩ নম্বরের কাছে হার নাদালের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৯:৫৮
Share:

এটিপি ফাইনালসে নাদালের হার ডমিনিকের কাছে। ছবি: সোশ্যাল মিডিয়া

এটিপি ফাইনালসের দ্বিতীয় ম্যাচেই রাফায়েল নাদালকে হারিয়ে উচ্ছ্বসিত এ বারের ইউএস ওপেন বিজয়ী ডমিনিক থিয়েম ।

Advertisement

নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে বিশ্ব রাঙ্কিংয়ে ৩ নম্বর অস্ট্রিয়ার ২৭ বছরের ডমিনিক বলছেন, “ইউএস ওপেনের থেকে ভাল খেলছিলাম আজ। মনে হয় আমার খেলা সেরা ম্যাচ এটা।” এ বছরই প্রথম বার গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ডমিনিক। তার পর নাদালের বিরুদ্ধে এই জয় টেনিস মহলে তাঁর সমীহ আরও বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।

নাদালের বিরুদ্ধে যদিও এই প্রথম জিতলেন না ডমিনিক। হার্ডকোর্টে এর আগে ৩ বার মুখোমুখি হয়েছেন দু’জন। তার মধ্যে দু’বার জিতেছেন ডমিনিক। যদিও এটিপি সিরিজে তাঁরা মুখোমুখি হয়েছেন ১৫ বার, যার মধ্যে ৯ বার জিতেছেন নাদাল।

Advertisement

আরও পড়ুন: যক্ষ্মার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ বার ওয়েব সিরিজে সানিয়া

ডমিনিক বলেন, “বহু দিন এই ম্যাচ মনে থাকবে। যে ভাবে নিজেকে ১০০ শতাংশ ফিট করে এই টুর্নামেন্টে খেলতে নামতে পেরেছি এবং নিজের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি, তাতে খুশি।” নাদালের শক্তিশালী ব্যাক হ্যান্ড ভাঙতে তিনি নিজে যে ভাবে ব্যাক হ্যান্ড মারতে থাকেন একের পর এক, তাতে নাদাল সহজাত খেলাটাই খেলতে পারেননি। আর সেই সুযোগ নিয়েই জয় ছিনিয়ে নেন ডমিনিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement