Cricket

ফলো থ্রু-তে বল তুলে দিব্যাংশের দিকে ছুড়ে মারলেন শাকিব! দেখুন ভিডিয়ো

বাইশ গজে দুই দলের ক্রিকেটাররাই মারাত্মক স্লেজিং করেন। বাংলাদেশ ব্যাট করার সময়ে রবি বিষ্ণোই প্রায় তেড়ে যান ইমনের দিকে।

Advertisement

সংবাদ সংস্থা

পোচেস্ট্রুম শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৫
Share:

ফাইনালের সেই বিতর্কিত মুহূর্ত। শাকিব বল ছুড়ছেন দিব্যাংশের দিকে। ছবি— ভিডিয়ো থেকে।

ভারত-বাংলাদেশ যুব বিশ্বকাপের ফাইনাল হল চড়া মেজাজে। ম্যাচের বল গড়ানোর পর থেকেই দুই দলের ক্রিকেটারদের মেজাজ ছিল সপ্তমে।

Advertisement

দ্বিতীয় ওভারেই তানজিম হাসান শাকিব বল ছুড়ে মারেন ভারতের ওপেনার দিব্যাংশ সাক্সেনার দিকে। শাকিবের বল ড্রাইভ করেছিলেন দিব্যাংশ।

ফলো থ্রুতে দিব্যাংশের ড্রাইভ জমা পড়ে বোলার শাকিবেরই হাতে। দিব্যাংশ ক্রিজ থেকে সামান্য বাইরে ছিলেন। শাকিব বল ছুড়ে মারেন ভারতের ওপেনারের দিকে। বলের গতিপথ থেকে কোনও রকমে নিজেকে সরিয়ে নেন দিব্যাংশ।

Advertisement

আরও পড়ুন: ‘বেশ কয়েক বছর ধরেই মনে হচ্ছিল বিশ্বকাপ জিততে পারি’

ভারতের ওপেনার কড়া দৃষ্টি হানেন শাকিবের দিকে। ফিল্ড আম্পায়ার শান্ত করেন বাংলাদেশের পেসারকে। এখানেই দুই দলের ক্রিকেটাররা থেমে থাকেননি। বাংলাদেশের বোলাররা উইকেট পাওয়ার পরেই ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলছিলেন ভারতীয় ক্রিকেটারদের।

বাইশ গজে দুই দলের ক্রিকেটাররাই মারাত্মক স্লেজিং করেন। বাংলাদেশ ব্যাট করার সময়ে রবি বিষ্ণোই প্রায় তেড়ে যান ইমনের দিকে। ইমন মুখে কিছু না বলে বিষ্ণোইয়ের সামনেই ব্যাট দিয়ে পিচ ঠুকছিলেন।

আরও পড়ুন: বিষ্ণোইকে তখন তুলে নেওয়াই বড় ভুল হল

ম্যাচের শেষে তো বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারতের ক্রিকেটাররাও। ভারতের কোচ পরস মামরে এসে শান্ত করেন ছেলেদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement