সুব্রত কাপের জেলার স্তরে খেলা নয়াগ্রামে

মহকুমা স্কুল ক্রীড়া সংসদগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮-২০ জুন মেদিনীপুর মহকুমার খেলাগুলি হবে অরবিন্দ স্টেডিয়ামে। মহকুমা স্কুল ক্রীড়া সংসদের সম্পাদক বাবলু দিগর বলেন, ‘‘ছেলেমেয়েদের ৩০টি দল অংশ নেবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ০৩:২২
Share:

—ফাইল চিত্র।

এ বছর জেলা স্তরে সুব্রত কাপ ফুটবলের খেলা হবে ঝাড়গ্রামের নয়াগ্রামে। জেলা স্কুল ক্রীড়া সংসদের আয়োজনে খড়িকা নেতাজি সাধারণ পাঠাগার ও ক্লাবের মাঠে ২৩-২৪ জুন ছেলেদের অনূর্ধ্ব ১৪ ও ১৭ এবং মেয়েদের অনূর্ধ্ব ১৭ দল নিয়ে জেলা স্তরের খেলায় মহকুমার চ্যাম্পিয়ান ও রানার্স দলগুলি যোগ দেবে।

Advertisement

এপ্রিলে পশ্চিম মেদিনীপুর জেলা ভাগ হয়ে ঝাড়গ্রাম জেলা হয়েছে। তবে বিদ্যালয় ক্রীড়া সংসদ এখনও ভাগ হয়নি। সংসদের খাতায় এখনও ঝাড়গ্রাম মহকুমা হিসেবেই গণ্য হয়।

মহকুমা স্কুল ক্রীড়া সংসদগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮-২০ জুন মেদিনীপুর মহকুমার খেলাগুলি হবে অরবিন্দ স্টেডিয়ামে। মহকুমা স্কুল ক্রীড়া সংসদের সম্পাদক বাবলু দিগর বলেন, ‘‘ছেলেমেয়েদের ৩০টি দল অংশ নেবে।’’ খড়্গপুরের মহকুমা স্কুল ক্রীড়া সংসদের সম্পাদক গোবিন্দ সরকার বলেছেন, ‘‘১৭-১৯ জুন মোহাড়, বালিচক, জগতপুর, ফানদার এবং খড়্গপুর ট্রাফিক মাঠে খেলা হবে।’’ ঝাড়গ্রাম মহকুমার স্কুল ক্রীড়া সংসদের সহ সম্পাদক সুশান্ত হোতা জানান, ঝাড়গ্রাম স্টেডিয়ামে ২০ জুন খেলা হবে। পাশাপাশি, তিনি বলেন, ‘‘এ বার জন্ম-শংসাপত্র ও আধার কার্ড বাধ্যতামূলক হওয়ায় অনেকেই যেতে পারবে না। কারণ অনেকেরই তা নেই।’’ ঘাটাল মহকুমা স্কুল ক্রীড়া সংসদের সম্পাদক বিশ্বনাথ মণ্ডল বলেন, ‘‘ছুটি থাকায় বহু বিদ্যালয় যোগাযোগ করে উঠতে পারেনি। তবে ২০ জুনের মধ্যে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ও বিদ্যাসাগর বিদ্যাপীঠের মাঠে খেলাগুলি হবে।’’

Advertisement

সুব্রত কাপের জেলা স্তরের খেলা অনুষ্ঠিত হবে নয়াগ্রামের খড়িকা নেতাজি সাধারণ পাঠাগার ও ক্লাবের মাঠে। খেলোয়াড় ও আধিকারিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠে। ২২ জুন বিকেলের মধ্যে এখানে সব দলকে হাজির হতে হবে। জেলা স্কুল ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সোমনাথ দাস জানিয়েছেন, ২০ জুন মহকুমা স্তর থেকে চ্যাম্পিয়ান ও রানার্স দলের ছেলেমেয়েদের তালিকা জেলা দফতরে জমা দিতে হবে। তিনি বলেন, ‘‘নয়াগ্রাম স্টেডিয়াম ব্যবহার করার জন্য জেলাশাসকের কাছে আবেদন করা হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করলেও পূর্ত দফতরের থেকে ক্রীড়া দফতরে তা হস্তান্তর না হওয়ায় মাঠ পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।’’ জেলাশাসক আর অর্জুনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আলোচনা চলছে।’’

গত বছর সুব্রত কাপের রাজ্য স্তরের খেলায় অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগে রানার্স হয় নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠ। এ বার সরাসরি রাজ্য স্তরের খেলায় যোগ দেবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement