যোগা-স্পোর্টসে পদক জেলার প্রতিযোগীদের

প্রথম সাউথ এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়ানশিপে সফল হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ছেলেমেয়েরা। ৬ থেকে ৯ মে নেপাল স্পোর্টস কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতা হয় নেপালের ইন্ডোর স্টেডিয়ামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:৩৬
Share:

সফল: যোগা চ্যাম্পিয়নশিপে সফল হয়ে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। —নিজস্ব চিত্র।

প্রথম সাউথ এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়ানশিপে সফল হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ছেলেমেয়েরা। ৬ থেকে ৯ মে নেপাল স্পোর্টস কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতা হয় নেপালের ইন্ডোর স্টেডিয়ামে। ইন্টারন্যাশনাল যোগা স্পোর্টস ফেডারেশন সভাপতি রাজশ্রী চৌধুরীর উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন নেপালের যুব ও ক্রীড়া মন্ত্রী দলজিত বি কে শ্রীপালি।

Advertisement

ভারত, নেপাল ও বাংলাদেশের ২৭৫ জন এই যোগ প্রতিযোগিতার আটটি বিভাগে যোগ দেয়। পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার প্রতিনিধিরা ভিসা না পাওয়ায় এতে যোগ দিতে পারেনি। প্রতিযোগিতায় দলগত ভাবে প্রথম হয় ভারত, দ্বিতীয় নেপাল ও তৃতীয় হয় বাংলাদেশ। ভারতের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ, দ্বিতীয় ছত্তীসগঢ় ও তৃতীয় মধ্যপ্রদেশ।

প্রতিযোগিতায় ৫টি করে আসন করে দেখাতে হয়েছে। ব্যক্তিগত ভাবে প্রতিযোগিতায় ভারত পেয়েছে ৭টি সোনা, ৬টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৬টি সোনা ও ২টি রুপো। ব্যক্তিগত মিনি বিভাগে (৮-১২ বছর) সোনা পায় কাঁথি শহরের সুহেনা পুরকাইত। সাব জুনিয়ারে (১২-১৪) সোনা কাঁথির সংকল্প মাইতি, চন্দশ্রী সাউ ও মেদিনীপুরের আঙ্কিতা দাসের। জুনিয়ার (১৪-১৮) বিভাগে সোনা পেয়েছে মেদিনীপুরের অয়ন দাস ও কাঁথি শহরের অনুপ্রভা দাস। রুপো পায় বেলদার প্রিয়া জানা

Advertisement

জেলার ছেলেমেয়েরা এশিয়া স্তরে ভাল ফল করায় খুশি পশ্চিমবঙ্গ যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর সম্পাদক শরৎ দাস। তিনি বলেছেন, ‘‘খুবই ভাল ফল করেছে দুই জেলার ছেলেমেয়েরা। নিয়মিত অনুশীলন করলে ২০১৮ সালে বাংলাদেশে দ্বিতীয় সাউথ এশিয়ান যোগ স্পোর্টস চ্যাম্পিয়ানশিপ যোগ দেওয়ার সুযোগ পাবে তারা। এ ছাড়াও ২০১৮ সালে আন্তর্জাতিক যোগা স্পোর্টস অনুষ্ঠিত হবে ফ্রান্সে। ভাল ফল করলে ফান্সে যাওয়ার সুযোগ পাবে কচিকাচারা।’’ প্রতিযোগিতায় টাইমকিপার ছিলেন কাঁথি যোগা কালচার অ্যাসোসিয়েশন –এর অধ্যক্ষ সুকুমার প্রধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement