Ravichandran Ashwin

অশ্বিনকে নিয়ে হতাশ দোশী, জানালেন দেশের সেরা স্পিনারের নাম

রবিচন্দ্রন অশ্বিনও সাড়া জাগিয়ে শুরু করেছিলেন। কিন্তু একটা জায়গায় যাওয়ার পরে আর উন্নতি করতে পারেননি অশ্বিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১৯:২১
Share:

অশ্বিনকে নিয়ে হতাশ দোশী। —ফাইল চিত্র।

বিশ্ব জুড়ে স্পিন বোলিংয়ের মান কমে গিয়েছে। স্পিন বোলিংয়ের মান সার্বিক ভাবে পড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রাক্তন স্পিনার দিলীপ দোশী।

Advertisement

একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে দোশী বলেছেন, ‘‘সারা বিশ্বেই স্পিন বোলিংয়ের মান কমে গিয়েছে। এখনকার দিনের স্পিনারদের মধ্যে আমি পছন্দ করি ন্যাথান লিয়ঁকে। ওর অ্যাকশন দারুণ। মানসিকতাও দারুণ।’’

একসময়ে ভারতের স্পিনাররাই বিপক্ষকে ভাঙতেন। অনিল কুম্বলে একাই বহু ম্যাচ দেশকে জিতিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনও সাড়া জাগিয়ে শুরু করেছিলেন। কিন্তু একটা জায়গায় যাওয়ার পরে আর উন্নতি করতে পারেননি অশ্বিন। দোশী মনে করেন ভারতের সেরা স্পিনার এখন রবীন্দ্র জাদেজা। দোশী বলছেন, ‘‘অশ্বিন একটা জায়গায় যাওয়ার পরে আর উন্নতি করতে পারেনি। আরও উন্নতি হয়তো করতে পারত অশ্বিন। কিন্তু পারেনি। তার পিছনে একাধিক কারণ থাকতে পারে।’’

Advertisement

আরও পড়ুন: অরুণের ‘অযোগ্য পিচ’ মন্তব্যে তীব্র আক্রমণ কিউরেটরের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন অশ্বিন। কিন্তু দ্বিতীয় টেস্টে জায়গা হারান তিনি। রবীন্দ্র জাদেজাকে খেলানো হয়েছিল তাঁর জায়গায়।

দ্বিতীয় টেস্ট ম্যাচের বল গড়ানোর আগে অশ্বিন সম্পর্কে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ‘‘বিশ্বমানের বোলার অশ্বিন। এ বিষয়ে কোনও সন্দেহই নেই। তবে ব্যাটিংয়ে হতাশ করেছে।’’ ব্যাটিংয়ের হাত ভাল না হওয়ায় কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জাদেজা ঢুকে যান অশ্বিনের জায়গায়।

আরও পড়ুন: নাতাশার সঙ্গে চুটিয়ে হোলি খেললেন হার্দিক ও সস্ত্রীক ক্রুণাল, দেখুন ফোটো অ্যালবাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement