দেশের থেকে ক্লাবের জার্সিতে মেসির চ্যালেঞ্জ সহজ, তোপ দাগলেন গদিন

ক্লাবের থেকেও দেশের জার্সিতে আরও কড়া প্রতিপক্ষকে সামলাতে হয়। তাই আর্জেন্তিনা নয়, বার্সেলোনার হয়ে ভুরি ভুরি সাফল্য লিও মেসির?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৪:১৪
Share:

ছেলের সঙ্গে ছুটির মেজাজে। ছবি: ফেসবুক।

ক্লাবের থেকেও দেশের জার্সিতে আরও কড়া প্রতিপক্ষকে সামলাতে হয়। তাই আর্জেন্তিনা নয়, বার্সেলোনার হয়ে ভুরি ভুরি সাফল্য লিও মেসির?

Advertisement

প্রশ্ন তুলে দিয়েছেন উরুগুয়ের আর আটলেটিকো মাদ্রিদের ফুটবলার দিয়েগো গদিন। কোপা আমেরিকার ফাইনালে হারের পর টানা সমালোচনায় এমনিতেই তিতিবিরক্ত আর্জেন্তিনার ক্যাপ্টেন। তার মধ্যে গদিনের মন্তব্য হইচই ফেলে দিয়েছে। যে দিন আবার ইউরোপে মরসুমের সেরা ফুটবলারের যুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে মেসি, সুয়ারেজ আর নেইমারের লড়াই রয়েছে বলে ঘোষণা করল উয়েফা।

গদিন বলেন, ‘‘স্পেনে আমরা মজা করে বলি মেসির বিরুদ্ধে খেলতে নামার আগে প্রতিপক্ষ ফুটবলাররা ওর সঙ্গে সেলফি তোলায় বেশি ব্যস্ত থাকে। ঠাট্টা করে বলি বটে, কথাটা কিন্তু সত্যি।’’ চিলিতে কোপা আমেরিকায় মেসি সদ্য শেষ হওয়া মরসুমের সাফল্য ধরে রাখতে পারেননি। তার কারণ কি লা লিগার থেকেও চিলিতে কঠিন প্রতিদ্বন্দ্বীদের সামনে পড়া? গদিন বলে দেন, ‘‘দক্ষিণ আমেরিকায় কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। মেসিকে অনেক কড়া মার্কিং সহ্য করতে হয়েছে।’’

Advertisement

তবে কেন মেসি আর্জেন্তিনাকে সাফল্য এনে দিতে ব্যর্থ তা নিয়ে গদিনের আরও একটা পর্যবেক্ষণ রয়েছে। সেটা হল দুই দলের খেলার স্টাইলে পার্থক্য থাকাটা। ‘‘আর্জেন্তিনার হয়ে ওকে অনেক ডিপ খেলতে হয়। তাই ডিফেন্সের দুটো লাইন টপকাতে হয়। ক্লাবের জার্সেতে একটা। তাই কাজটা অনেক কঠিন হয়ে যায়।’’ সঙ্গে গদিন আরও যোগ করেন, ‘‘মাঠও তো আর একরকম নয়। দু’রকমের মাঠে নামতে হয়।’’ নতুন মাঠে মানিয়ে নেওয়াটাও মেসির পক্ষে সোজা নয়। এ রকমই ইঙ্গিত আটলেটি-র স্টপারের।

এ দিনই আবার মেসির আদর্শ পাবলো আইমার পেশাদার ফুটবল থেকে অবসরের কথা জানিয়েছেন। প্রাক্তন ভ্যালেন্সিয়া মিডফিল্ডারের মাত্র ৩৫-এই এ রকম সিদ্ধান্তে অনেকেই অবাক। চোট-আঘাতে বিপর্যস্ত আইমার মে-তে রিভার প্লেটে যোগ দেওয়ার পর থেকে মাত্র দু’বার প্রথম দলে ছিলেন। রিভার প্লেটের কোচ তাঁকে কোপা লিবারতাদোরেস টুর্নামেন্টের দল থেকেও বাদ দিয়ে দেন। তার পরই অবসরের সিদ্ধান্ত দু’বারের লা লিগা চ্যাম্পিয়ন দলে থাকা আইমারের।

এ দিকে, বুধবার উয়েফা জানিয়েছে উয়েফার ২০১৪-১৫ ইউরোপ সেরা প্লেয়ারের লড়াইয়ে প্রথম দশে পাঁচ জুভেন্তাস প্লেয়ারের সঙ্গে রোনাল্ডো, মেসি, সুয়ারেজ, নেইমার আর ইডেন হ্যাজার্ডের নাম ঘোষণা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement