গত সপ্তাহেই কোচের আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই। সেই মতো সন্দীপ পাটিল, রবি শাস্ত্রীরা ভারতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা নিয়েই আবারও আবেদনও জানিয়েছেন। এর মধ্যেই ভারতীয় একদিন ও টি২০ দলের অধিনায়ক জানিয়ে দিলেন তাঁর পছন্দের কথা। তাঁর মতে, কোচ এমন হওয়া উচিত যে ভারতের ঐতিহ্যকে বুঝবেন। এক কথায় বুঝিয়ে দিলেন ধোনির ভোট রয়েছে ভারতীয় কোচের দিকেই। গত ১৮ মাস ধরে ভারতীয় দলের দায়িত্বে থাকা রবি শাস্ত্রীর সঙ্গে দলের সম্পর্ক বেশ ভাল। তাঁর হাত ধরে এসেছে সাফল্যও। এমন অবস্থায় দলের সিনিয়ররা অনেকটাই ঝুঁকে শাস্ত্রীর দিকে।
ধোনি অতীতে লালচাঁদ রাজপুত, গ্রেগ চ্যাপেল, গ্যারি কার্স্টন, ডানকান ফ্লেচারকে পেয়েছেন কোচ হিসেবে। বুঝেছেন ভারতের স্পোর্টস কালচারকে না বুঝলে কতটা সমস্যা হতে পারে। এদিকে কোচের পদের জন্য হিন্দি জানা গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে বিসিসিআই। এমন অবস্থায় পরিস্থিতি ইঙ্গিত করছেই ভারতীয় কোচের দিকেই ঝুঁকে সবাই। রবি শাস্ত্রীর আগে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে আবেদন জানিয়েছেন সন্দীপ পাটিলও। কোনও বিদেশি কোচের আবেদন এসেছে বলে এখনও শোনা যায়নি। ধোনিও বিসিসিআই-এর সুরে ঘুরিয়ে সুর মিলিয়েছেন। বলেন, ‘‘হিন্দি জানাটা একটা অংশ হতে পারে। কিন্তু সেটাই শেষ কথা নয়। সঙ্গে দেশের ক্রীড়া ঐতিহ্যটাও বোঝা প্রয়োজন।’’
আরও খবর
ভারতের প্রথম ডে-নাইট টেস্ট পেতে মরিয়া ইডেন