উন্মাদনা: নিজের শো-রুম উদ্বোধন করতে এসে ভক্তদের ভিড়ে ঘেরাও মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার রাঁচীতে। ছবি: পার্থ চক্রবর্তী
তাঁর সতীর্থরা যখন শ্রীলঙ্কায় নেমে পড়েছেন, তখন রাঁচীতে নিজের নতুন ইনিংস শুরু করে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
বৃহস্পতিবার দুপুর। স্থানীয় এক শপিং মল। দেখা গেল, একটি শো-রুমে দাঁড়িয়ে একটা স্পোর্টস শু উল্টে পাল্টে দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শুধু স্পোর্টস শু-ই নয়, দোকানে ঝোলানো টি-শার্ট, ট্রাউজারও খুব খুটিয়ে পরীক্ষা করছিলেন ধোনি। এখান থেকেই শুরু হয়ে গেল ধোনির নতুন ইনিংস। তাঁর শো-রুমের উদ্বোধন দিয়ে।
রাঁচীর জেল মোড়ে শপিং মলে নিজের শো-রুম উদ্বোধন করতে এসে ধোনি বলছিলেন, ‘‘আমি যখন কোনও কাজ করি, একশো শতাংশ মন দিয়ে করি। তোমরা যারা পড়াশোনা করছ, তারা পড়াশোনাতে একশো শতাংশ মন দাও। যারা খেলাধুলো করছ, তারা খেলাধুলোতে একশো শতাংশ মন দাও। দেখবে, সাফল্য আসবেই।’’
আরও পড়ুন:
কপিল-ঝড় মনে করাল ‘হারিকেন’ হরমনপ্রীতের বিধ্বংসী ইনিংস
তাঁর নতুন ইনিংসের প্রথম সাক্ষী থাকল তাঁর শহর রাঁচী। টিম ধোনির আশা, খুব তাড়াতাড়ি দেশের বিভিন্ন প্রান্তে একই জিনিস দেখা যাবে। ছড়িয়ে পড়বে ধোনির নিজস্ব এই শো-রুম। কিন্তু তাঁর প্রথম ইনিংসের কী হবে? যেখানে ব্যাট হাতে ভারতের হয়ে নামেন তিনি? সে প্রশ্নের উত্তর যাঁর কাছে পাওয়া যেতে পারত, সেই ধোনি ক্রিকেট নিয়ে কিছুই বলতে চাননি। তাঁকে ঘিরে তখন পুরো মল কার্যত ভেঙে পড়েছে। ‘ধোনি-ধোনি’ আওয়াজ যেন গ্যালারির আওয়াজকেও হার মানায়। থেমে গিয়েছে মলের সব চলমান সিঁড়ি। সাধারণ মানুষ মলের দোতলা, তিনতলার রেলিংয়ে ভর দিয়ে বিপজ্জনক ভাবে ঝুঁকে পড়েছেন। তাঁদের লক্ষ্য একটাই। মোবাইলে যে ভাবে হোক, ধোনির ছবি তুলতেই হবে। তাতে ঝুঁকি আছে তো কী! সেই ভিড়ের হাত থেকে বাঁচিয়ে ধোনিকে কোনও রকমে গাড়িতে তুলে দেন পুলিশ ও বাউন্সাররা।