ভারতকে রুদ্ধশ্বাস জিতিয়েও মেজাজ হারালেন মহেন্দ্র সিংহ ধোনি। মেজাজ হারালেন, সাংবাদিক সম্মেলনে ঢুকে।
বুধবার ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে ঢোকার সময় বেশ হাসিখুশিই দেখাচ্ছিল ধোনিকে। কিন্তু প্রথম প্রশ্নে হাসি শুধু মিলিয়ে যায়নি, রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েন ধোনি। তাঁকে এক সাংবাদিক জিজ্ঞেস করে বসেন, ভারতের এক রানে জয়ে তিনি কতটা খুশি? বিশেষ করে সেমিফাইনাল যেতে হলে যেখানে নেট রান রেট আরও ভাল করা দরকার। আরও বেশি রানে জিতলে কি ভাল হত না? যা শুনে ক্ষেপে যান ধোনি। বলতে থাকেন, ‘‘আপনার কথা শুনে তো মনে হচ্ছে ভারতের জয়ে আপনি খুশি নন!’’
সংশ্লিষ্ট সাংবাদিক কিছু বলতে গেলে উত্তেজিত ধোনি তাঁকে থামিয়ে ফের বলতে শুরু করেন, ‘‘পহলে আপ সুনিয়ে। আমার কথা আগে শুনুন। আপনার গলা, প্রশ্নের ধরন শুনে মনে হচ্ছে ভারতের জয়ে আপনি এতটুকু খুশি হননি। আর শুনুন, ক্রিকেট ম্যাচে কোনও স্ক্রিপ্ট হয় না।’’ এখানেই ভারত অধিনায়ক থেমে গিয়েছেন ভাবলে ভুল হবে। বরং আরও আক্রমণাত্মক ভাবে বলে দেন, ‘‘আপনাকে বুঝতে হবে টস হারার পর কেন আমরা এই উইকেটে বেশি রান তুলতে পারিনি। বাইরে বসে যদি এগুলো না বুঝতে পারেন, দয়া করে এ সব প্রশ্ন করবেন না!’’