Sourav Ganguly

সৌরভকে দেখার পর মেডিক্যাল বোর্ডের সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি নিয়ে আলোচনায় দেবী শেঠি

বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন সৌরভ। তবে চিকিৎসার জন্য হাসপাতালে ফিরতে হতে পারে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১১:২০
Share:

—ফাইল চিত্র।

অনেকটাই সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। রাতে ভাল ঘুম হয়েছে। সকালে হালকা খাবার খেয়েছেন। আগামী কাল, বুধবার হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হতে পারে। তার আগে, আজ মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে বৈঠকে বসছে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বোর্ড। ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন দেবী শেঠি এবং তাঁর টিম। আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছবেন তিনি। সৌরভের শারীরিক পরিস্থিতির বিষয়ে খোঁজ নেবেন। কথা বলবেন সৌরভের সঙ্গেও। তার পর মেডিক্যাল বোর্ডের সঙ্গে হবে আলোচনা।

Advertisement

সৌরভকে ছুটি দিয়ে দেওয়া হলেও, তিনি বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। তবে আবার চিকিৎসার জন্য হাসপাতালে ফিরতে হতে পারে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে।

ইতিমধ্যে সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাঁ দিকের ধমনীতেও দু’টি ‘ব্লকেজ’ রয়েছে। সেখানেও দু’টি স্টেন্ট বসানো হবে বলে জানা যাচ্ছে। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়াও দেশ-বিদেশের হৃদ্‌রোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌরভের অন্য দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টিই করতে হবে। তবে এখন বাইপাস-এর প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকেরা।

Advertisement

আরও পড়ুন: সৌরভ: কী হয়েছিল, কেন হয়েছিল

আরও পড়ুন: নিয়মিত কঠোর যোগব্যায়াম ও খাবার নিয়ে নিয়ম মানলেই কি নিরাপদ থাকবেন মেয়েরা?

শোনা যাচ্ছে, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি তাঁকে দেখার পর, দু’টি অ্যাঞ্জিয়োপ্লাস্টির দিনক্ষণ ঠিক হবে। দেবী শেঠিই নন, বিশিষ্ট হার্ট সার্জন রমাকান্ত পাণ্ডা, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট স্যামুয়েল ম্যাথুর সঙ্গেও সৌরভের শারীরিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

এ দিকে, সৌরভকে দেখার জন্য ভিড় উপচে পড়ছে আলিপুরের হাসপাতালে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে আসা দর্শনার্থীদের জন্য হাসপাতালের একতলায় খোলা হয়েছে ‘সৌরভ গঙ্গোপাধ্যায় লাউঞ্জ’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement