নোটের চোটে আক্রান্ত মোহালিতে কুকদের ‘চোট’ প্রথম দিনেই

ডিমনিটাইজেশন। নোটের চোট। ইংরেজি হোক বা বাংলা, এই শব্দের অর্থ এখন গোটা ভারত জানে। ক্রিকেটেও দেখা গেল ব্যাপারটা ভাল রকম ঢুকে পড়েছে। টেস্ট ক্রিকেট দেখতে বিশেষ লোক হালফিলে আর হয় না।

Advertisement

চেতন নারুলা

মোহালি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০৩:১৯
Share:

ইংল্যান্ড বেকায়দায়। কোহালিও চেনা মেজাজে। মোহালিতে শনিবার।

ডিমনিটাইজেশন।

Advertisement

নোটের চোট।

ইংরেজি হোক বা বাংলা, এই শব্দের অর্থ এখন গোটা ভারত জানে। ক্রিকেটেও দেখা গেল ব্যাপারটা ভাল রকম ঢুকে পড়েছে। টেস্ট ক্রিকেট দেখতে বিশেষ লোক হালফিলে আর হয় না। গ্যালারি ফাঁকাই থাকে। কিন্তু শনিবার মোহালি স্ট্যান্ড দেখলে বোধহয় শিউরে উঠতে হত। সমর্থনের এক টুকরো মরুপ্রান্তর যেন। শোনা গেল, নোটের চোটেই নাকি এই দুরবস্থা। মোদী সরকার পাঁচশো-হাজারের নোট বাতিল করে দেওয়ায় নাকি টিকিট কিনে খেলা দেখার লোকই পাওয়া যাচ্ছে না। একশো টাকার নোট খরচ করে নাকি খেলা দেখার ধৃষ্টতা কেউ দেখাতে চাইছেন না। স্টেডিয়ামেও তাই ভারতীয় সমর্থনের চেয়ে বার্মি আর্মির রমরমা বেশি। সমর্থনের যুদ্ধে যোগ্য প্রতিদ্বন্দ্বীর অভাবে সকালের দিকে তাদের দাপাদাপিটাও চোখে পড়ার মতো চলছিল।

Advertisement

প্রথম দিকের কাঁপুনি সামলে (দু’বার ক্যাচ তুলেছিলেন, পড়ল দু’বারই) অ্যালিস্টার কুক একটু-একটু করে ধরে নিচ্ছেন তখন। টস জেতার সুফল ইংল্যান্ডের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। উল্টো দিকে জো রুট। ইংল্যান্ড এক উইকেটে পঞ্চাশ। কিন্তু ক্রিকেট যদি অনিশ্চয়তার খেলা হয়, টেস্ট ক্রিকেট তার প্রপিতামহ। আর ক্রিকেটটাও কোনও সমর্থনের বাইশ গজে খেলা হয় না। জয়ন্ত যাদবের বলটা যে নিচু হবে, রুট বুঝতে পারলেন না। পুল করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন। তার চেয়েও খারাপ, ওটাই রুটের খেলা দিনের সর্বপ্রথম স্পিন ডেলিভারি! যা দেখার পর আর যা-ই হোক, তাঁকে বিরাট কোহালির সঙ্গে তুলনা করতে ইচ্ছে করবে না। ছ’বলের মাথায় আবার বিপর্যয়। আবারও একটা দিনের প্রথম বল, তবে এ বার রবিচন্দ্রন অশ্বিনের। এবং কুক যে শটটা খেললেন, তার পাশে রুটের মতো একটাই শব্দ বসে।

খারাপ, খুব খারাপ।

৫১-১ থেকে ৫১-৩। ইংল্যান্ড ঠিক ওখানেই প্রথম দিনের খেলা থেকে হারিয়ে গেল। লাঞ্চের আগে-আগে গেল আরও একটা। দিনের শেষে আটটা। স্কোরবোর্ডে উঠল ২৬৮ রান। রবিবার স্কোর তিনশোর উপর না নিয়ে যেতে পারলে ইংল্যান্ডের উপর চাপটা বাড়বে আরও। নোটের চোটে আক্রান্ত মোহালিতে কুকদের ‘চোট’-এর অবস্থা তখন আরও খারাপ দেখাবে।

অথচ দু’টো ব্যাপারকে একেবারে দোষ দিতে পারবেন না ইংরেজ অধিনায়ক। টস এবং পিচ। বিশাখাপত্তনমে হারার পর কুক দুঃখ করেছিলেন যে, টস হারাটাই সব শেষ করে দিয়ে গেল। এখানে তা হয়নি। টস জিতেছেন। ব্যাটিংও নিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক-সহ অধিনায়ককে যতই স্পিনিং ডেলিভারি তুলে থাকুক, মোহালি পিচ প্রথম দিন স্পিনারদের আলাদা সুবিধে দেয়নি। উইকেট তোলার ক্ষেত্রে ভারতীয় বোলারদের সাম্যবাদ দেখলেই তা বোঝা যাবে। দু’টো করে উইকেট জা়ডেজা আর দুই যাদবের। উমেশ আর জয়ন্ত। একটা করে শামি এবং অশ্বিনের। প্রথম দিনের মোহালি পিচ যে কোনও বিশেষ বোলার-প্রজাতির প্রতি পক্ষপাতিত্ব করেছে, এর পর বলা যাবে না। কিন্তু ইংল্যান্ড তার পরেও পারেনি। উইকেট উপহার দিয়ে এসেছে। কুকের ভাগ্য ভাল যে, একজন জনি বেয়ারস্টো তাঁর হাতে ছিলেন। নইলে ইংল্যান্ড স্কোরবোর্ডের দশা আরও কুৎসিত দেখাত।

ক্যাপ্টেনের আদর। মোহালিতে উমেশ-কোহালি। শনিবার।

বেয়ারস্টো শেষ পর্যন্ত ৮৯ করে গেলেন। চলতি বছরটা খুব ভাল যাচ্ছে ইংল্যান্ড উইকেটকিপারের। টেস্টে চলতি মরসুমে কিপারদের মধ্যে তিনিই সর্বোচ্চ রানের মালিক এখন। ইংল্যান্ড মিডিয়া ইতিমধ্যে দাবি তুলে দিয়েছে, ওয়ান ডে-তেও বেয়ারস্টোকে নিয়মিত খেলানো দরকার। কিন্তু সাংবাদিক সম্মেলনে যে বেয়ারস্টোকে পাওয়া গেল, তাঁর কথা শুনলে মনে হবে ৮৯ নয়, ৮ করে আউট হয়েছেন! এতটা বিমর্ষ, ম্রিয়মান। ঢুকেই বললেন যে, ‘‘মোহালির উইকেট ব্যাটিংয়ের জন্য প্রথম দু’দিন সবচেয়ে ভাল। কিন্তু যা হচ্ছিল, তাতে আর একটু হলে শনিবারই বল করতে নামতে হত আমাদের।’’ বিরাট কোহালি নিয়ে তাঁকে খুঁচিয়েও লাভ হয়নি। ভারতের টেস্ট অধিনায়ককে নানা ভাবে হালফিলে ‘উত্যক্ত’ করতে চাইছে ব্রিটিশ মিডিয়া। কখনও বল-বিকৃতির অভিযোগ তুলে, কখনও স্টোকসকে টেনে। ইংল্যান্ড কিপারকে জিজ্ঞেস করা হয়, স্টোকস আউট হওয়ার পর কোহালি তাঁকে কী বলছিলেন? কারণ বেয়ারস্টো তখন উল্টো দিকে। কিন্তু তিনি ও সবে গেলেনই না। শুধু বললেন, ‘‘আমি কিছুই শুনিনি। পুরো ব্যাপারটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে।’’

এক দিক থেকে ভাবলে ঠিকই করেছেন বেয়ারস্টো। কারণ আইসিসির শাসন স্টোকসকেই সহ্য করতে হল, কোহালি নয়। জাডেজার বলে স্টোকস আউট হওয়ার টিভি রিপ্লেতে দেখা যায়, স্টোকসকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করছেন কোহালি। ইংরেজ অলরাউন্ডারও চুপ থাকেননি। ঘুরে দাঁড়িয়ে পাল্টা দিতে থাকেন। রাতে আইসিসির ই-মেলে বলা হল, স্টোকসকে সতর্ক করা হয়েছে অনভিপ্রেত ভাষা ব্যবহারের জন্য। তিনি আইসিসির আচরণবিধি ভেঙেছেন।

সহজে, ইংল্যান্ড শিবিরের ‘চোট’ নম্বর দুই। ব্যাটিং বিপর্যয়ের পর বিতর্কের স্টোকস। এক কথায়, মোহালি টেস্টের রিমোট এখন অনেকটাই কোহালির হাতে। অন্তত প্রথম দিনের বিচারে। বোলাররা যা করার করে দিয়েছেন। এখন শুধু তাঁরটা বাকি। ইংরেজ মিডিয়ার ‘অপপ্রচারের’ বিরুদ্ধে কোহালি-কুঠার ঝলসে ওঠাটা এখন বাকি।

নোটের চোটে আক্রান্ত মোহালি-দর্শক একশোর নোট খরচ করে রবিবার মাঠে আসতে পারেন। কে জানে কেন মনে হচ্ছে, এলে ঠকতে হবে না!

স্কোর

ইংল্যান্ড

প্রথম ইনিংস

কুক ক পার্থিব বো অশ্বিন ২৭

হামিদ ক রাহানে বো উমেশ ৯

রুট এলবিডব্লিউ জয়ন্ত ১৫

মইন ক বিজয় বো শামি ১৬

বেয়ারস্টো এলবিডব্লিউ জয়ন্ত ৮৯

স্টোকস স্টাঃ পার্থিব বো জাডেজা ২৯

বাটলার ক কোহালি বো জাডেজা ৪৩

ওকস বো উমেশ ২৫

রশিদ ন.আ. ৪

ব্যাটি ন.আ. ০

অতিরিক্ত ১১

মোট ২৬৮-৮।

পতন: ৩২, ৫১, ৫১, ৮৭, ১৪৪, ২১৩, ২৫৮, ২৬৬।

বোলিং: শামি ২০-৫-৫২-১, উমেশ ১৬-৪-৫৮-২,

জয়ন্ত ১৫-৫-৪৯-২, অশ্বিন ১৮-১-৪৩-১, জাডেজা ২১-৩-৫৬-২।

ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement