দিল্লি দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাফ ম্যারাথনে আয়োজকরা অন্য সময়ের কথা ভাবতে বাধ্য হচ্ছে। প্রতিবারই এই সময় দিল্লিতে হাফ ম্যারাথন আয়োজন হয়। যেখানে দেশ বিদেশের সেরা অ্যাথলিটরা অংশ নেন। এ বারও আয়োজন পুরো হয়ে গিয়েছে। প্রতিযোগিরাও তৈরি দিল্লির পৌঁছনোর জন্য। তার আগে দিল্লি ঢেকে গিয়েছে বায়ু দূষণে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, ‘‘সম্ভাবনা রয়েছে ইভেন্টের সময় বদল করার। আমরা পরবর্তীতে আগে অথবা পরে এই ম্যারাথন আয়োজন করার কথা ভাবব। আমাদের হাতে বিকল্প রয়েছে। বিজ্ঞাপনদাতাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’
আরও পড়ুন
এই বেলাতেই সতর্ক না হলে দিল্লির বিভীষিকা আমাদেরও অপেক্ষায়
এই ইভেন্টের মূল স্পনসরের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিরা এখনও এই পরিস্থিতি নিয়ে কোনও অভিযোগ জানায়নি। না আসারও বার্তা তাদের কাছে এসে পৌঁছয়নি। সংস্থার তরফে বলা হয়, ‘‘সব বিদেশি প্রতিযোগিরা দিল্লির পরিস্থিতি সম্পর্কে অবগত। তার পরও তারা অংশ নিচ্ছে। গত বছর রিও অলিম্পিক চ্যাম্পিয়ন ইলিউড কিপচোগে এই পরিস্থিতির মধ্যেই অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কোনও অভিযোগ করেনি।’’
আরও পড়ুন
আইপিএল-এর সভা গরম হতে পারে প্লেয়ার রাখা নিয়ে
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কিছুদিন আগে হাফ ম্যারাথন বন্ধের কথা বলেছিল। কিন্তু আয়োজকরা বলছেন, এই ইভেন্ট পরিকল্পনা অনুয়ায়ীই হবে। তাদের মচে, হঠাৎ করে একটা আন্তর্জাতিক ইভেন্ট এ ভাবে বন্ধ করে দেওয়া যায় না। গত বেশ কয়েকমাস ধরে অ্যাথলিটরা এর জন্য তৈরি হয়েছে। বাতিলের কোনও জায়গাই নেই বলে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। বলা হয়, ‘‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ওদের কর্তব্য করেছে। আমাদের সাবধান করেছে। আমাদের হাতে এখনও ১০ দিন আছে। আশা করছি এই পরিস্থিতির ততদিনে কিছুটা উন্নতি হবে।’’
দূষণকে নিয়ন্ত্রণ করতে ইভেন্টের দিন ১২ ঘণ্টা আগে থেকে ওই রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়ার প্রস্তাবের পাশাপাশি প্রতিযোগিদের জন্য রাস্তা জুড়ে থাকবে নুন জলের ব্যবস্থা। ততদিনে আশা আবহাওয়ারও পরিবর্তন হবে।