বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ব্যর্থ পন্থ। ছবি— এএফপি।
বিরাট কোহালি, রোহিত শর্মার মতোই টাইমিংয়ে দক্ষ ঋষভ পন্থ। ‘শিষ্য’র হয়ে এ বার ব্যাট ধরলেন দেশের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ আমরে।
ব্যাট হাতে ঋষভ পন্থের ব্যর্থতা অব্যাহত বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও। উইকেটের পিছনে দাঁড়িয়েও নজর কাড়তে পারেননি তিনি। একের পর এক ভুল করেছেন। ব্যাট হাতেও দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেননি পন্থ। সমালোচিত হয়েছেন তিনি। নিন্দুকরা নখ-দাঁত বের করেছেন। রক্তাক্ত হয়েছেন পন্থ। তাঁকে আগলে রেখেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। পন্থকে আগলে রেখে এ বার আমরে বলছেন, ‘‘বিরাট কোহালি, রোহিত শর্মার মতোই দারুণ টাইমার পন্থ। সেই টাইমিং যাতে ঠিকঠাক হয়, সে দিকেই ফোকাস রাখতে হবে পন্থকে। সহজাত আক্রমণাত্মক ব্যাটিং করবে না কি অপেক্ষা করে খেলবে তা নিয়েই বিভ্রান্ত দেখাচ্ছে পন্থকে।’’
খুব কাছ থেকে পন্থকে দেখেছেন আমরে। গত বারের আইপিএল-এর ঠিক আগেও ভাল ফর্মে ছিলেন না দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু, আইপিএল-এ নেমে বদলে যান পন্থ। আইপিএল-এ দারুণ ছন্দে খেলতে দেখা যায় তাঁকে। গতবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস-এর হয়ে ধারাবাহিকভাবে রান করতে দেখা গিয়েছিল পন্থকে। আইপিএল-এ রাতারাতি কীভাবে বদলে গিয়েছিল বাঁ হাতি ব্যাটসম্যানের খেলা? আমরে বলছেন, ‘‘দিল্লিতে যোগ দেওয়ার আগে পন্থ একদমই ভাল ফর্মে ছিল না। চিফ কোচ রিকি পন্টিং ওকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। পন্থকে বলেছিল, চাপ নেওয়ার দরকারই নেই। খুব সহজ ভাবে খেলার কথা বলা হয়েছিল ওকে।’’
আরও পড়ুন: প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টকে তোপ দেগে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত ডোয়েন ব্র্যাভোর
চাপ যাতে পন্থকে গ্রাস করতে না পারে, সেই দিকে কড়া নজর রাখা হত। একটা ম্যাচকে ছোট ছোট অংশে ভাগ করে তাকে বিশ্লেষণ করতে বলা হত তরুণ উইকেটকিপারকে। পন্টিং-এর মতো বহু যুদ্ধের সৈনিকের কাছ থেকে ছোট ছোট এই ধরনের পরামর্শ পেয়ে বদলে গিয়েছিল পন্থের খেলা। আইপিএল দেখেছিল পন্থের অন্য রূপ। সেই পন্থই দেশের হয়ে এখন ব্যর্থ হচ্ছেন। নিজের আসল খেলাটাই তুলে ধরতে পারছেন না। বারংবার ব্যর্থ হওয়ায় সমালোচিত হচ্ছেন। তাতে চাপ আরও বাড়ছে পন্থের উপরে। চাপ কাটিয়ে উঠতে হবে পন্থকেই। ক্রিকেট মাঠের লড়াইটা যে লড়তে হয় একাই।
আরও পড়ুন: ইনদওরে নৈশালোকে গোলাপি বলে প্র্যাকটিস করতে চাইছেন বিরাটরা