Wimbledon

উইম্বলডন থেকে নাম তুলে নিলেন গত বারের বিজয়ী সিমোনা হালেপ

রোমানিয়ার খেলোয়াড় পায়ের পেশির চোটের কারণে নাম তুলে নিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৬:৩০
Share:

সিমোনা হালেপ। ছবি টুইটার

চলতি বছরের উইম্বলডনে খেলবেন না সিমোনা হালেপ। গত বারের বিজয়ী রোমানিয়ার খেলোয়াড় পায়ের পেশির চোটের কারণে নাম তুলে নিলেন। শুক্রবার তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, পুরুষ বিভাগে এর আগেই কবজির চোটের কারণে নাম তুলেছেন ডমিনিক থিম।

Advertisement

মে মাসের শুরুর দিকে শেষ বারে রোমে খেলেছিলেন তিনি। সেখানেই পায়ে চোট পাওয়ায় অ্যাঞ্জেলিক কের্বেরের বিরুদ্ধে ম্যাচের মাঝপথে অবসর নেন। তারপর থেকে তাঁকে আর কোর্টে দেখা যায়নি। খেলেননি ফ্রেঞ্চ ওপেনেও।

এক বিবৃতিতে হালেপ বলেছেন, ‘পায়ের পেশির চোট এখনও সারেনি। তাই প্রচণ্ড হতাশার সঙ্গেই উইম্বলডন থেকে নাম তুলে নিতে হচ্ছে। উইম্বলডনে খেলার জন্য সবরকম চেষ্টা করেছিলাম। দু’বছর আগে এখানে জেতার দুর্দান্ত স্মৃতি রয়েছে। কিন্তু সেটা সম্ভব হল না’। করোনার কারণে গত বছর উইম্বলডন আয়োজন করা যায়নি। এবারের প্রতিযোগিতা শুরু হতে চলেছে সোমবার থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement