বার্তা: মহিলা সম্পর্কে সামাজিক সচেতনতা চান দীপিকা।
সিরিজের ফল আপাতত ১-১। বুধবার মুম্বইয়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে যে দল জিতবে, সিরিজ তাদেরই। আকর্ষণীয় এই ক্রিকেট দ্বৈরথ দেখতে বুধবার হাজির থাকবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। খেলা দেখার পাশাপাশি সম্প্রচারকারী সংস্থার স্টুডিয়োতেও হাজির থাকবেন দীপিকা। ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার কথা বলা ছাড়াও একটি বিশেষ বিষয় নিয়েও মতামত ব্যক্ত করবেন তিনি। ভারতে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। তাই সমাজে মহিলাদের সুরক্ষা নিয়ে খেলা শুরুর আগে বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে নিজের মত জানাবেন দীপিকা।
টি-টোয়েন্টির পরেই শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজ। সেখানেও মিশেল ঘটবে ক্রিকেট ও বিনোদনের। ১৬ ডিসেম্বর খেলার আগে ম্যাচ সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে আসবেন সলমন খান। ২২ ডিসেম্বর ম্যাচ শুরুর আগে স্টুডিয়োতে আসবেন অভিনেতা অক্ষয়কুমার ও দিলজিৎ দোসাঁঝ। দু’দিনই খেলা শুরুর আগে বলিউড তারকারা টিভিতে আসবেন বেলা সাড়ে বারোটায়।