টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন দীপক। ছবি: পিটিআই।
টোকিয়ো অলিম্পিক্সের টিকিট জোগাড় করে ফেললেন ভারতের কুস্তিগির দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন দীপক শনিবার সুইৎজারল্যান্ডের কুস্তিগির স্টেফান রেইখমুঠকে ৮-২ হারিয়ে ফাইনালে পৌঁছন।
দীপকের অলরাউন্ড পারফরম্যান্সের জবাব খুঁজে পাননি সুইৎজারল্যান্ডের কুস্তিগির। তিন বছর আগে বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন পুনিয়া। গত মাসে এস্তোনিয়ায় অনুষ্ঠিত জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপেও শেষ হাসি তোলা ছিল ভারতের এই কুস্তিগিরের জন্য।
২০ বছরের ভারতীয় কুস্তিগির এ দিন ফাইনালে ওঠায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সেরা পারফরম্যান্স করে দেশে ফিরবে ভারতীয় দল। ভিনেশ ফোগত, বজরং পুনিয়া ও রবি কুমার দাহিয়া ইতিমধ্যেই ব্রোঞ্জ জিতেছেন। প্রত্যেকেই টোকিয়ো অলিম্পিক্সে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
আরও পড়ুন: তৈরি হচ্ছেন ৩ ব্যাকআপ কিপার, পন্থের উপর চাপ বাড়িয়ে বললেন নির্বাচক প্রধান
আরও পড়ুন: নিজের সঙ্গেই কথা বলছেন গব্বর! লুকিয়ে ভিডিয়ো তুলে পোস্ট করলেন রোহিত
দীপক পুনিয়াও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন। আগামিকাল সোনার জন্য লড়বেন দীপক। এখনও পর্যন্ত এটাই ভারতের সেরা পারফরম্যান্স। ২০১৩ সালে ভারত ৩টি পদক নিয়ে ফিরেছেল কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে।