বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা।
বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। তিন অধিনায়ক কে কেমন? তাঁদের নেতৃত্বের ধরনই বা কেমন? এই নিয়ে মতামত দিলেন জাতীয় দলের পেসার দীপক চাহার।
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ক্রিকেটমহলের নজর কাড়েন চাহার। আবার বিরাট কোহালি বিশ্রামে থাকা অবস্থায় রোহিতের নেতৃত্বে জাতীয় দলে খেলেছেন তিনি। ধোনি ও রোহিত হলেন আইপিএলের দুই সফল অধিনায়ক। অন্য দিকে, টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে সাড়া ফেলেছিলেন চাহার। তবে পিঠের চোটের জন্য নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি ডান হাতি পেসার।
কে কেমন অধিনায়ক? চাহার বলেছেন, “প্রত্যেকেরই তো নিজস্ব স্টাইল রয়েছে। যদি আগ্রাসনের কথা ওঠে, তবে বিরাট কোহালি হল প্রচণ্ড আগ্রাসী ক্যাপ্টেন। রোহিত ভাই আর মাহি ভাই আবার অনেকটাই এক ধরনের। দু’জনেই মাঠের মধ্যে ঠান্ডা মাথায় থাকে। কেউই সহজে রাগে না। দু’জনেই চায় ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে। ধোনি হল উইকেটকিপার। ও ওভারের মাঝখানেই পরামর্শ দেয়। রোহিত বেশির ভাগ সময় দাঁড়ায় মিড অফে। বোলারদের উপর ভরসা রাখে রোহিতও। কখনও কখনও নিজের মতো করে ফিল্ডিংও সাজাতে দেয়। অন্য দিকে, মাহি ভাই জানে যে ব্যাটসম্যানের শক্তি কোথায়, কোথায়ই বা দুর্বলতা। ওর অগাধ অভিজ্ঞতা। অভিজ্ঞতা থেকেও ও ফিল্ডিং সাজায়।”
আরও পড়ুন: যুজবেন্দ্র চহালকে ব্লক করে দেওয়ার হুমকি দিলেন ক্রিস গেল!
আরও পড়ুন: বোলারদের সুবিধা দেওয়ার জন্য অভিনব প্রস্তাব রামিজ রাজার