ম্যাচ না খেলেই বাদ দেবজিৎ

১৩ জুন বেঙ্গালুরুতে এশিয়া কাপের যোগ্যতা অর্জন কিরঘিজস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। দেবজিৎ ছাড়াও বাদ পড়ছেন শুভাশিস বসু, উদান্ত সিংহ, নিশু কুমার ও লালরুনথারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ০৩:২৮
Share:

ছবি: সংগৃহীত।

স্বপ্নপূরণ হওয়ার আগেই স্বপ্নভঙ্গ! সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আই লিগের সেরা গোলরক্ষকের খেতাব পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই জাতীয় দল থেকে বাদ পড়লেন দেবজিৎ মজুমদার।

Advertisement

১৩ জুন বেঙ্গালুরুতে এশিয়া কাপের যোগ্যতা অর্জন কিরঘিজস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। দেবজিৎ ছাড়াও বাদ পড়ছেন শুভাশিস বসু, উদান্ত সিংহ, নিশু কুমার ও লালরুনথারা।

ফেডারেশন কাপ চলাকালীনই জাতীয় শিবিরে ডাক পান দেবজিৎ। কিন্তু ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। গত সপ্তাহে নেপালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক গুরপ্রীত সিংহ সাঁধুকেই খেলিয়েছিলেন স্টিভন। এ বার দল থেকেই ছিটকে গেলেন তিনি। প্রশ্ন উঠছে তা হলে দেবজিৎ-কে ডাকলেন কেন জাতীয় কোচ? আর কী কারণেই বা কোনও ম্যাচ না খেলিয়ে বাদ দিলেন? কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলতে আজ, শনিবার বেঙ্গালুরু যাচ্ছে ভারতীয় দল। এ দিন মুম্বইয়ে দু’বেলা প্রস্তুতি নেন সুনীল ছেত্রীরা। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাকে নেপালের বিরুদ্ধে খেলাননি স্টিভন। তবে কিরঘিজস্তানের বিরুদ্ধে তিনিই প্রধান ভরসা জাতীয় কোচের। শুক্রবার মুম্বইয়ে সুনীল বলেছেন, ‘‘কিরঘিজস্তান দারুণ শক্তিশালী দল। কিন্তু ঘরের মাঠে জেতা ছাড়া কিছুই ভাবছি না। এই ম্যাচটা জিতলে মানসিক ভাবে আমরা উদ্বুদ্ধ থাকব।’’

Advertisement

ভারতের একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপা লিগে খেলার জন্য বৃহস্পতিবার গুরপ্রীতকে পুরস্কৃত করে ফেডারেশন। ভারত অধিনায়ক এ দিন বলেছেন, ‘‘ফুটবলার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মাঠে নেমে সেরাটা দেওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement