বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।
বিরাট কোহালিকে টুইট করে ট্রোলড হলেন ডিন জোনস। ২০০তম ম্যাচে কাজে লাগেনি বিরাট কোহালির দুরন্ত সেঞ্চুরি। রস টেলর এবং টম লাথামের দুর্দান্ত ব্যাটিং প্রথম ম্যাচে জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। আর এর পরই ভারত অধিনায়ক বিরাট কোহালিকে টুইট করে মস্করা করেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ডিন জোনস।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে কারা সুযোগ পেলেন?
আরও পড়ুন: এ বার নেইমারের ঢুঁসো, মনে করালেন জিদানকে
বিরাটকে টুইট করে ডিন লেখেন “ভাল খেলেছ বিরাট। কিন্তু আবারও সেই নিউজিল্যান্ডই জিতল।” !! ’ ! 😜🤣🤣🤣 আর এর পরই ডিনকে লক্ষ্য করে একের পর এক টুইট করেন ভারতীয় সমর্থকরা।
আর এর পরই ডিনকে লক্ষ্য করে একের পর এক টুইট করেন ভারতীয় সমর্থকরা।
বিরাটকে টুইট করে ডিন লেখেন “ভাল খেলেছ বিরাট। কিন্তু আবারও সেই নিউজিল্যান্ডই জিতল।” !! ’ ! 😜🤣🤣🤣
এক ভারতীয় সমর্থক ডিনকে সরাসরি লেখেন “অস্ট্রেলিয়ার থেকে অনেক ভাল নিউজিল্যান্ড প্রফেসর।” 😂 😄 (_) আর এক জন বলেন “নিউজিল্যান্ডের কাছ থেকে শেখা উচিত অস্ট্রেলিয়ার। কী ভাবে স্পিনটা খেলতে হয় সেটা আগে শেখ।” অন্য এক জন পুরো অজি টিমের ব্যার্থতাকে সামনে এনে বলেন “যেখানে অজিরা দাঁড়াতেই পারেনি সেখানে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। ভারতে এসে যে সব দল পরিকল্পনা মাফিক খেলেছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম।” (_)
আর এক জন বলেন “নিউজিল্যান্ডের কাছ থেকে শেখা উচিত অস্ট্রেলিয়ার। কী ভাবে স্পিনটা খেলতে হয় সেটা আগে শেখ।”
অন্য এক জন পুরো অজি টিমের ব্যার্থতাকে সামনে এনে বলেন “যেখানে অজিরা দাঁড়াতেই পারেনি সেখানে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। ভারতে এসে যে সব দল পরিকল্পনা মাফিক খেলেছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম।”
এক ভারতীয় সমর্থক ডিনকে সরাসরি লেখেন “অস্ট্রেলিয়ার থেকে অনেক ভাল নিউজিল্যান্ড প্রফেসর।” 😂 😄 (_) আর এক জন বলেন “নিউজিল্যান্ডের কাছ থেকে শেখা উচিত অস্ট্রেলিয়ার। কী ভাবে স্পিনটা খেলতে হয় সেটা আগে শেখ।” অন্য এক জন পুরো অজি টিমের ব্যার্থতাকে সামনে এনে বলেন “যেখানে অজিরা দাঁড়াতেই পারেনি সেখানে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। ভারতে এসে যে সব দল পরিকল্পনা মাফিক খেলেছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম।” (_)
আর এক জন বলেন “নিউজিল্যান্ডের কাছ থেকে শেখা উচিত অস্ট্রেলিয়ার। কী ভাবে স্পিনটা খেলতে হয় সেটা আগে শেখ।”
অন্য এক জন পুরো অজি টিমের ব্যার্থতাকে সামনে এনে বলেন “যেখানে অজিরা দাঁড়াতেই পারেনি সেখানে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। ভারতে এসে যে সব দল পরিকল্পনা মাফিক খেলেছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম।”
এক ভারতীয় সমর্থক ডিনকে সরাসরি লেখেন “অস্ট্রেলিয়ার থেকে অনেক ভাল নিউজিল্যান্ড প্রফেসর।” 😂 😄 (_) আর এক জন বলেন “নিউজিল্যান্ডের কাছ থেকে শেখা উচিত অস্ট্রেলিয়ার। কী ভাবে স্পিনটা খেলতে হয় সেটা আগে শেখ।” অন্য এক জন পুরো অজি টিমের ব্যার্থতাকে সামনে এনে বলেন “যেখানে অজিরা দাঁড়াতেই পারেনি সেখানে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। ভারতে এসে যে সব দল পরিকল্পনা মাফিক খেলেছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম।” (_)
আর এক জন বলেন “নিউজিল্যান্ডের কাছ থেকে শেখা উচিত অস্ট্রেলিয়ার। কী ভাবে স্পিনটা খেলতে হয় সেটা আগে শেখ।”
অন্য এক জন পুরো অজি টিমের ব্যার্থতাকে সামনে এনে বলেন “যেখানে অজিরা দাঁড়াতেই পারেনি সেখানে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছে। ভারতে এসে যে সব দল পরিকল্পনা মাফিক খেলেছে নিউজিল্যান্ড তাদের মধ্যে অন্যতম।”