এবি ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত।
দেশের অধিনায়কত্ব ছাড়লেন এবি ডি’ভিলিয়ার্স। চোট সারিয়ে না উঠতে পারার জন্যই এই সিদ্ধান্ত। সামনেই শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ তার আগে জরুরিকালীন অবস্থায় অধিনায়কত্ব তুলে দেওয়া হল ফাফ দু প্লেসির হাতে। টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে ডি’ভিলিয়ার্স বলেন, ‘‘ব্যাক্তিগত চাহিদার থেকে দলের প্রয়োজনটা বেশি গুরুত্বপূর্ণ।’’ দলের স্বার্থেই সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সফল অধিনায়ক। দেশের অধিনায়কত্ব পেয়ে খুশি ফাফ দু প্লেসি। আরও বলেন, ‘‘অধিনায়কত্ব পাওয়াটা গর্বের। কিন্তু আমি ইতিমধ্যেই দুটো ম্যাচ খেলতে পারিনি। এখনও আমি নিশ্চিত নই। সামনে শ্রীলঙ্কা সিরিজ। অস্ট্রেলিয়ায় দলের দারুণ সাফল্য ধরে রাখতে গেলে আমাকে ভাবতেই হত। যে কারণে দু প্লেসিকে অধিনায়কত্ব দেওয়া হল।’’
আরও খবর:- রেকর্ডের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ