ধন্দ: বোপান্নারা কোথায় খেলবেন, তা নিয়ে বিতর্ক অব্যাহত। ফাইল চিত্র
ডেভিস কাপে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ নিয়ে ক্রমশ বাড়ছে জটিলতা। আজ, সোমবার আন্তর্জাতিক টেনিস সংস্থার (আইটিএফ) কাছে চিঠি দিয়ে নিরপেক্ষ কেন্দ্র বাছার আবেদন জানাবে সর্বভারতীয় টেনিস সংস্থা। তার আগে রবিবার দেশ থেকে ম্যাচ না সরানোর কথা জানিয়ে দিল পাকিস্তান টেনিস সংস্থা।
রবিবার করাচিতে সংবাদসংস্থা পিটিআই-কে পাকিস্তান টেনিস সংস্থার প্রধান সেলিম সইফুল্লা জানিয়ে দেন, কোনও অবস্থাতেই তাঁদের দেশ থেকে ম্যাচ সরানো হবে না। তিনি বলেছেন, ‘‘আমরা আগের সূচি মেনেই এগোতে চাই। আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া-ওসেনিয়া গ্রুপের ম্যাচ হবে। এখানে ভারতীয় দলকে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে হবে বলে আমি মনে করি না।’’
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পরে দুই দেশের সম্পর্কে ফের তৈরি হয়েছে চাপা উত্তেজনা। তার পরিপ্রেক্ষিতেই আগামী সেপ্টেম্বর মাসে হতে যাওয়া ডেভিস কাপের ম্যাচ অন্য জায়গায় আয়োজন করার দাবি জানাতে চলেছে ভারতীয় টেনিস সংস্থা। সংস্থার সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, ‘‘আমরা সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে বুঝেছি, এই অবস্থায় পাকিস্তানে গিয়ে খেলা ঠিক হবে না। তাই আন্তর্জাতিক টেনিস সংস্থাকে চিঠি দিয়ে নিরপেক্ষ জায়গা বাছাই করার আবেদন জানাব।’’ তিনি আরও বলেছেন, ‘‘এর পরে আইটিএফ ঠিক করবে কী করা উচিত। তবে আমরা আশাবাদী, তারা এই অনুরোধ গ্রহণ করবে। আর এই অনুরোধ অত্যন্ত প্রাসঙ্গিক। এই মুহূর্তে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলা সম্ভব নয়।’’
আর ভারতীয় টেনিস সংস্থা কেন নিরপেক্ষ কেন্দ্র খোঁজার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, তা বুঝতে পারছেন না সইফুল্লা। তিনি বলেছেন, ‘‘আমরা জোর দিয়ে বলছি, এখানে ভারতীয় দলকে কোনও সমস্যায় পড়তে হবে না। ইসলামাবাদ শহর হিসেবে খুবই নিরাপদ। চার দিন ভারতীয় দল সেখানে থাকবে। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে খেলোয়াড়দের। হোটেল থেকে মাঠ পর্যন্ত সমস্ত জায়গায় কঠোরতম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কেন তার পরেও ভারতীয় টেনিস সংস্থা পাকিস্তানে তাদের দলকে পাঠাতে চাইছে না, সেটা কিন্তু আমাদের কাছে আদৌ স্পষ্ট নয়।’’ বরং এক ধাপ এগিয়ে সইফুল্লা আরও বলেছেন, ‘‘ভারতীয় দল যদি চায়, তবে আমরা ফাঁকা মাঠেই ম্যাচ আয়োজন করব। কোনও দর্শককে খেলা দেখতে দেওয়া হবে না।’’
পাক টেনিস সংস্থার প্রধানের দাবি, দেশে টেনিস সম্পর্কে নতুন প্রজন্মকে উৎসাহিত করে তুলতে এই ম্যাচ হওয়া প্রয়োজনীয়। তিনি বলেছেন, ‘‘ডেভিস কাপের ম্যাচ যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তার জন্য সরকারি স্তরেও কথাবার্তা বলা হয়েছে। হাতে এখনও অনেক সময় রয়েছে। আমাদের বিশ্বাস, পাকিস্তান থেকে ম্যাচ সরবে না।’’