তৃতীয় টেস্টে মোতেরার উইকেট নিয়ে ইংল্যান্ড দলের কোনও ক্ষোভ ছিল না, এখনও নেই। আইসিসি সেই উইকেট নিয়ে কড়া মন্তব্য করেনি। কিন্তু কিছুতেই তা মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের প্রাক্তন কোচ, ক্রিকেটাররা। নাসের হুসেন, মাইকেল ভনের পর এবার সরব হলেন ডেভিড লয়েড।
আইসিসি মোতেরার পিচকে ‘গড়পড়তা’ বলেছে। এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকার লয়েড মঙ্গলবার টুইট করে বলেন, ‘‘আইসিসিকে একটা প্রশ্ন করতে চাই। ওই উইকেট যদি গড়পড়তা হয়, তাহলে কি এবার থেকে গোটা বিশ্বে ওরকম প্রথম দিন থেকে ভেঙে যাওয়া উইকেটে খেলা হবে? আমি এর কোনও সদুত্তর আশা করছি না।’’
তৃতীয় টেস্টে ইংল্যান্ড দুই ইনিংসে ৮১ ও ১২৪ রান করে। তাদের হারতে হয় ১০ উইকেটে। শেষ পর্যন্ত চার টেস্টের সিরিজ ৩-১ ফলে জিতে নেয় বিরাট কোহলীর ভারত।