শুটিংয়ে রেকর্ড ভারতের বিস্ময় বালিকার

রবিবার সকালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে বেলমন্ট শুটিং সেন্টারে মনুর প্রতিদ্বন্দ্বীরা প্রত্যেকেই বয়স ও অভিজ্ঞতায় অনেক এগিয়ে ছিলেন। কিন্তু হরিয়ানার ষোড়শীকে কোনও কিছুই দমাতে পারেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৭:২৮
Share:

প্রতীকী ছবি।

অভিষেকের কমনওয়েলথ গেমসেই স্বপ্নপূরণ। ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতে নতুন রেকর্ডও গড়ল ভারতের বিস্ময় বালিকা মনু ভাখের।

Advertisement

রবিবার সকালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে বেলমন্ট শুটিং সেন্টারে মনুর প্রতিদ্বন্দ্বীরা প্রত্যেকেই বয়স ও অভিজ্ঞতায় অনেক এগিয়ে ছিলেন। কিন্তু হরিয়ানার ষোড়শীকে কোনও কিছুই দমাতে পারেনি। শুধু সোনা জেতাই নয়। ২৪০.৯ স্কোর করে কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ডও গড়ল মনু। রুপো পান ভারতেরই তারকা শুটার হিনা সিধু। সোনা জয়ের পরে মনুর প্রতিক্রিয়া, ‘‘আমি কোনও প্রতিযোগিতাতেই লক্ষ্য স্থির করে নামি না। আমি শুধু জোর দিয়েছিলাম দক্ষতা বাড়ানো উপর। রেকর্ডটা হয়ে গেল!’’ মনুর মতে শুটিং খুবই সহজ খেলা। তার কথায়, ‘‘শুটিং ব্যাপারটা একেবারেই জটিল নয়। সঠিক লক্ষ্যে শুধু গুলি ছুড়ে যেতে হয়। খুব বেশি ভাবনা-চিন্তারও প্রয়োজন হয় না।’’ ভারতীয় শুটিংয়ের নতুন তারকার সংযোজন, ‘‘এই কারণেই আমি শুটিং নিয়ে খুব বেশি ভাবি না। তবে জোর দিই দক্ষ্যতা বাড়ানোয়।’’ কী ভাবে? মনুর ব্যাখ্যা, ‘‘দক্ষতা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই পরিশ্রম করছি। এত দিনে তার ফল পেলাম।’’

বয়স মাত্র ১৬। কিন্তু মনুর পেশাদারিত্ব চমকে দেওয়ার মতো। অভিষেকের কমনওয়েলথে গেমসে রেকর্ড-সহ সোনা জিতেও আশ্চর্যরকম ভাবে উচ্ছ্বাসহীন বিস্ময় বালিকা। তার কথায়, ‘‘উৎসব তো দূরের কথা, এখন নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। সামনেই শুটিং বিশ্বকাপ। সোমবার থেকেই তার প্রস্তুতি শুরু করে দেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement