কমনওয়েলথ গেমসে মিক্সড টিম ইভেন্টে সোনা জেতার পরে আরও তিনটে সোনার সামনে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লড়াই বোধহয় পি ভি সিন্ধু বনাম সাইনা নেহওয়ালের ফাইনাল। পুল্লেলা গোপীচন্দের দুই ছাত্রী কমনওয়েলথ গেমসে প্রথম বার খেতাবী লড়াইয়ে মুখোমুখি হবেন। পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে ফাইনালে উঠেছেন কিদম্বি শ্রীকান্ত। তিনি ফাইনালে লড়বেন মালয়েশিয়ার কিংবদন্তি লি চং উইয়ের বিরুদ্ধে।
সিন্ধু গত বারের চ্যাম্পিয়ন কানাডার মিশেল লিকে হারান ২১-১৮, ২১-৮। সাইনা নেহওয়াল গ্লাসগো কমনওয়েলথ গেমসের রুপোজয়ী ক্রিস্টি গিলমোরের বিরুদ্ধে জয় পান ২১-১৪, ১৮-২১, ২১-১৭। রবিবার ভোরে ফাইনালে সাইনা জিতলে আট বছর পরে ফের চ্যাম্পিয়ন হবেন। সিন্ধু প্রথম কমনওয়েলথ সিঙ্গলস সোনার সামনে। ডাবলসেও ঐতিহাসিক সোনার সামনে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। মিক্সড ডাবলসে সিকি রেড্ডি-অশ্বিনী পোনাপ্পা জুটি ব্রোঞ্জ জিতেছেন। এ ছাড়া, শনিবার শুটিংয়ে সঞ্জীব রাজপুত, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া সোনা জিতলেও হতাশা হকিতে। ভারতের পুরুষ ও মহিলা দুই দলই হারল হকিতে।