Chennai Super kings

মহেন্দ্র সিংহ ধোনির দলের রুতুরাজ গায়কোয়াড় এখন হাবুডুবু খাচ্ছেন, কেন

কয়েক দিন আগে শায়লির একটি ইনস্টাগ্রাম পোস্টে বেশ আবেগ মেশানো মন্তব্য করেছিলেন রুতুরাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৫:৫২
Share:

প্রেমে হাবুডুবু খাচ্ছেন ধোনির দলের ওপেনার রুতুরাজ। ফাইল চিত্র

চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় নাকি সম্প্রতি মারাঠি অভিনেত্রী শায়লি সঞ্জীবের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। দুজনের প্রেম পর্ব নিয়ে নেট মাধ্যম উত্তাল। কয়েক দিন আগে শায়লির একটি ইনস্টাগ্রাম পোস্টে বেশ আবেগ মেশানো মন্তব্য করেছিলেন রুতুরাজ। তাঁর সেই মন্তব্যে ইতিবাচক সাড়া দেন মারাঠি অভিনেত্রী। এরপর থেকেই দুজনের প্রণয় পর্বের খবর চাউর হয়েছে।

Advertisement

দিন কয়েক আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন শায়লি। নেটিজেনদের ধারণা সেখান থেকেই দুজনের প্রেমের আদান প্রদান শুরু হয়েছে। তবে শুধু শায়লি নন, রুতুরাজ ইদানীং ইঙ্গিতপুর্ণ পোস্ট করতে শুরু করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘শুধু বিশেষ একজন বোলার আমাকে ক্লিন বোল্ড করতে পারে। এছাড়া আর কেউ নয়। এ বার যে যা বোঝার বুঝে নাও।’

Advertisement

রুতুরাজের প্রেমিকা মারাঠি অভিনেত্রী শায়লি সঞ্জীব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement