মোনাকো রেসে ব্রিটিশ মডেলের সঙ্গে রোনাল্ডো।
শেষ ম্যাচেও হ্যাটট্রিক। আট নম্বর হ্যাটট্রিক-সহ এ বার ৬১ গোল। সঙ্গে টানা দু’বার লা লিগার সর্বোচ্চ গোলদাতাও (৪৮ গোল)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগুনে ফর্মে রিয়াল মাদ্রিদ লা লিগায় মরসুমের শেষ ম্যাচেও ৭-৩ ঝলসে দিল গেতাফেকে। কিন্তু তাতে স্পেনের বিখ্যাত ক্লাবের লাভ হল কোথায়! ক্লাবের ভাঁড়ারে এ মরসুমে ভবানীই। অনেক আগেই বার্সেলোনা যেটা নিশ্চিত করে দিয়েছিল চ্যাম্পিয়নের খেতাবটা কেড়ে নিয়ে। উল্টে ম্যাচের পর রোনাল্ডোর টুইটে ছড়াল নতুন বিতর্ক।
বিশ্ব ফুটবলে চার বার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড এত দিন কারও ছিল না। পর্তুগিজ মহাতারকা সেটাও করে ফেললেন। তার পরই আন্সেলোত্তির প্রশংসা করে রোনাল্ডোর টুইট, ‘গ্রেট কোচ আর অসাধারণ মানুষ। আশা করি পরের মরসুমেও একসঙ্গে কাজ করব।’ আন্সেলোত্তির বিরুদ্ধে রিয়াল সমর্থকদের একাংশের সবচেয়ে বড় অভিযোগ এ মরসুমে এই ফর্মের রোনাল্ডোকেও তিনি ব্যবহার করতে পারলেন না। তিন বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ তাই ছাঁটাইয়ের পথে বলে জোর জল্পনা চলছিলই। রোনাল্ডো কোচের পাশে দাঁড়ানোর পরও যেটা থামছে না। বলা হচ্ছে, আসলে সিআর সেভেন টুইটটায় আন্সেলোত্তির ক্লাব ছাড়ার পথটা আরও স্পষ্ট করে দিলেন। এখনও তিন বছরের চুক্তির এক বছর বাকি আন্সেলোত্তির। কিন্তু রিয়াল এ বার ট্রফিহীন থাকায় তাঁর উপর চাপ ক্রমশ বাড়ছে। আগামী সপ্তাহে কর্তাদের সঙ্গে আলোচনায় বসারও কথা। সেখানেই নাকি ঠিক হবে কোচের ভবিষ্যৎ।
এক দিকে তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী লিও মেসির বার্সেলোনা যখন ত্রিমুকুট জেতার সামনে, তিনি ফর্মে থেকেও ক্লাবকে ট্রফি দিতে পারলেন না। রোনাল্ডোর তাই হয়তো মন ভাল নেই। গেতাফে ম্যাচের মধ্যেই তাঁকে কখনও রিয়াল সমর্থকদের জার্সি বিলোতে দেখা গেল। ম্যাচের পর আবার তিনি সটান চলে গেলেন ফর্মুলা ওয়ান দেখতে। রবিবার মোনাকো রেসে ব্রিটিশ মডেল কারা ডেলেভিনও ছিলেন। রোনাল্ডোকে তাঁর সঙ্গে হাসি-মশকরা করতেও দেখা যায়। যা দেখে সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ মডেল সিআর সেভেনের নতুন বান্ধবী কিনা খোঁজও চলল। কিন্তু সে গুড়ে বালি। তার আগেই তো জল্পনা ছড়িয়ে গিয়েছে এক ইতালীয় মডেলের সঙ্গে সম্প্রতি রোনাল্ডো ‘ডেট’ করছেন। যিনি দেখতে অনেকটা রোনাল্ডোর সদ্য প্রাক্তন বান্ধবী ইরিনা শায়েকের মতোই। মাদ্রিদে তিনি নাকি কিছুদিন আগে ঘুরেও এসেছেন।
সত্যি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়টা ভাল যাচ্ছে না।