তারকা: পরিবারের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরও একটি পুরস্কার নিয়ে। টুইটার
ব্যালন ডি ওর তিনি এ বার পাননি। তা ছিনিয়ে নিয়েছেন বার্সেলোনা তারকা লিয়োনেল মেসি। কিন্তু বছরের শেষ লগ্নে পৌঁছে দুবাই গ্লোব সকার পুরস্কার প্রাপ্তি মন ভরিয়ে দিয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
রবিবার মরুশহরে এক বর্ণোজ্জ্বল অনুষ্ঠানে জুভেন্টাস তারকার হাতে তুলে দেওয়া হয় সেই পুরস্কার। ৩৪ বছরের তারকা সোমবার ইনস্টাগ্রামে বান্ধবী জিওর্জিনা-সহ চার সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। যেখানে ঝলমল করছে ট্রফিও। রোনাল্ডো টুইট করেছেন, ‘‘নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সম্মান ভাগ করে নেওয়ার মুহূর্তটা খুবই আবেগঘন। খুব তাড়াতাড়ি আবার দুবাইয়ে সকলের সঙ্গে দেখা হবে।’’
রবিবারের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুভেন্টাস তারকা বলেছেন, ‘‘পরিবারের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আমার চার সন্তান অধীর আগ্রহ নিয়ে এখানে এসেছে। তা ছাড়া জুভেন্টাসের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও আমার সাফল্য দেখার জন্য উদগ্রীব। দুবাই সেই স্বপ্ন সফল করে দিয়েছে। এখানকার মানুষজনকে আমি খুবই ভালবাসি।’’
চলতি মরসুমে এখনও পর্যন্ত জুভেন্টাসের হয়ে ২১ ম্যাচে ১২ গোল করেছেন রোনাল্ডো। যদিও পর্তুগিজ তারকা জানিয়েছেন, নতুন বছরে আরও নতুন উদ্যমে মাঠে নিজেকে উজাড় করে দিতে চান। তিনি বলেছেন, ‘‘যাঁরা আমাকে ভোট দিয়ে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’’ তিনি আরও বলেছেন, ‘‘আশা করি, আগামী বছরও এই মঞ্চ থেকে সেরা ফুটবলারের ট্রফি আমিই নিয়ে যাব। তার আগে সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।’’
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও দুবাই গ্লোব সকার আয়োজকদের বিচারে বছরের সেরা ম্যানেজার নির্বাচিত হন লিভারপুলের য়ুর্গেন ক্লপ। সেরা ক্লাবেরও সম্মান পেয়েছে মহম্মদ সালাহদের প্রতিষ্ঠান। সেরা গোলরক্ষকের সম্মান পেয়েছেন অ্যালিসন বেকার।