Cristiano Ronaldo

Cristiano Ronaldo: রোনাল্ডোর শটে আহত মহিলা নিরাপত্তারক্ষী, ম্যাচের পর পেলেন সিআর সেভেনের জার্সি

ম্যাচ শেষ হওয়ার পর আহত নিরাপত্তারক্ষীকে নিজের জার্সিও উপহার দেন রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩২
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার

মঙ্গলবার ইয়ং বয়েজের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে গা ঘামাচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই সময় গোলে শট নিতে গেলে বল লাগে নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে। মাটিতে লুটিয়ে পড়েন সেই নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে ছুটে যান রোনাল্ডোম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার এই আচরণ মন কেড়ে নেয় দর্শকদের।

Advertisement

ম্যাচ শেষ হওয়ার পর আহত নিরাপত্তারক্ষীকে নিজের মহা মূল্যবান জার্সিও উপহার দেন রোনাল্ডো। এই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যদিও জয় পায়নি ইউনাইটেড। রোনাল্ডো গোল করলেও ১-২ গোলে হেরেছে তারা। তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে গোটা দলকে। তবে সিআর সেভেনের আচরণে মুগ্ধ সকলেই।

Advertisement

আহত নিরাপত্তারক্ষীকে দেখতে ছুটে এসেছেন রোনাল্ডো টুইটার

রোনাল্ডোর জার্সি হাতে নিরাপত্তারক্ষী টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement