Cristiano Ronaldo

করোনা আক্রান্ত রোনাল্ডো, জানাল পর্তুগিজ ফুটবল ফেডারেশন

রোনাল্ডোর শারীরিক কোনও সমস্যা নেই বলে জানিয়েছে ফেডারেশন।

Advertisement

সংবাদ সংস্থা

লিসবন শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ২০:৩৪
Share:

করোনা আক্রান্ত রোনাল্ডো।ছবি-এএফপি।

করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে। ৩৫ বছরের পর্তুগিজ তারকা সুইডেনের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না সিআর সেভেন।

Advertisement

রোনাল্ডোর শারীরিক কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে। আইসোলেশনে রয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুইডেনের বিরুদ্ধে খেলবে না রোনাল্ডো।’ দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনা হওয়ায় রোনাল্ডো নামতে পারবেন না সিরি আ-তেও। রবিবার জুভেন্তাসের খেলা রয়েছে ক্রোটনের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগে ২০ অক্টোবর ডায়নামো কিয়েভের সামনে জুভেন্তাস। রোনাল্ডোকে ছাড়া সেই ম্যাচে নামতে হবে ইতালির ক্লাবটিকে।

Advertisement

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই করলেন এ লিগের অভিজ্ঞ ডিফেন্ডার স্কট নেভিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement