কারাদণ্ডের আশঙ্কা রোনাল্ডোর সামনে

তারকা ফুটবলার আর কর ফাঁকি— এ যেন বিশ্বফুটবলের অন্যতম রীতি হয়ে দাঁড়িয়েছে। কিছু দিন আগেই কর ফাঁকির অভিযোগে হাজতবাসের মুখে পড়তে চলেছিলেন লিওনেল মেসি। নিজের দেশে কর ফাঁকি বিতর্কে এখনও চাপ রয়েছে নেইমারের উপর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৩১
Share:

স্প্যানিশ দৈনিকে ১৫০ মিলিয়ন ইউরো কর ফাঁকিতে ‘অভিযুক্ত’ রোনাল্ডো। ছবি টুইটার

তারকা ফুটবলার আর কর ফাঁকি— এ যেন বিশ্বফুটবলের অন্যতম রীতি হয়ে দাঁড়িয়েছে। কিছু দিন আগেই কর ফাঁকির অভিযোগে হাজতবাসের মুখে পড়তে চলেছিলেন লিওনেল মেসি। নিজের দেশে কর ফাঁকি বিতর্কে এখনও চাপ রয়েছে নেইমারের উপর। এ বার এই তালিকায় নতুন সংযোজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

সিআর সেভেনের কর ফাঁকি বিতর্ক কোনও জমজমাট নাটকের থেকে কম নয়। ইউরোপের কয়েকটা নামী দৈনিক রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ আনে কর ফাঁকির। তাদের অভিযোগ ছিল, বিদেশি অ্যাকাউন্টের সাহায্যে কর ফাঁকি দিয়েছেন সিআর সেভেন। হিসেব মতো যা প্রায় ১৫০ মিলিয়ন ইউরো। কিন্তু রোনাল্ডোর এজেন্ট হোর্জে মেন্ডেস জানান, সিআর সেভেন মোটেই দোষী নন।

নাটক অন্য মোড় নেয় স্পেনের অর্থমন্ত্রী এর মধ্যে ঢুকে পড়ায়। শনিবার স্পেনের অর্থমন্ত্রী জানিয়ে দেন, ঘটনা তদন্ত করে দেখা হবে। স্পেনের কর বিভাগের কর্মচারী ও অর্থমন্ত্রীর সঙ্গে যুক্ত সংস্থা গেস্থা জানিয়েছে, পুরোদমে তদন্ত হবে। সরকারি আইজনজীবীকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করা হবে। দরকারে ফৌজদারি মামলাও হবে। রোনাল্ডো দোষী সাব্যস্ত হলে কর ফাঁকি দেওয়ার বিভিন্ন ধারায় হাজতবাসও করতে হতে পারে তাঁকে। কিন্তু তিনি নিজে কর ফাঁকির কথা স্বীকার করলে শাস্তি কম হতে পারে। বড়জোর আঠারো মাসের জেল। অর্থাৎ মেসির মতোই হাজতবাস করতে হবে না। কারণ ২১ মাসের বেশি হাজতবাসের রায় না হলে কাউকে জেল খাটতে হয় না স্পেনে।

Advertisement

বিতর্কের মধ্যে আবার রোনাল্ডোর এক সময়ের প্রতিদ্বন্দ্বী জাভিও একহাত নিলেন মহাতারকাকে। জাভি বলছেন, ‘‘আমি খুবই অবাক রোনাল্ডোর এই ঘটনা নিয়ে। আমি কখনও কোনও ভুয়ো অ্যাকাউন্ড বানাইনি।’’

এ সবের মধ্যে বুধবার রাতে রোনাল্ডোর সামনে অপেক্ষা করছে বরুসিয়া ডর্টমুন্ড। দুই ক্লাবই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। কিন্তু ম্যাচটা গ্রুপ শীর্ষে শেষ করার লড়াই। পাঁচ ম্যাচের পরে এখন বরুসিয়ার পয়েন্ট ১৩। রিয়ালের ১১। অর্থাৎ গ্রুপ শীর্ষে শেষ করতে তিন পয়েন্ট তুলতেই হবে রিয়ালকে। যাতে শেষ ষোলোয় সোজা কোনও ফিক্সচার পায় রোনাল্ডোর দল।

এল ক্লাসিকোয় শেষ মিনিটে এক পয়েন্ট তুলে রিয়াল জুড়ে এখন আত্মবিশ্বাসের আবহাওয়া। কিন্তু তাদের প্রতিপক্ষও তৈরি। শেষ ম্যাচে লেগিয়াকে ৮-৪ হারায় ডর্টমুন্ড। যে ম্যাচে জোড়া গোল করা মার্কো রয়েসের মতে, গোল আসছে। অভাব শুধু ধারাবাহিকতার। ‘‘আমরা গোল করে এগিয়ে গেলে দারুণ খেলছি। কিন্তু রক্ষণে আরও শক্ত হতে হবে। ধারাবাহিক ভাবে খেলতে হবে,’’ বলছেন রয়েস। যদিও ম্যাচের আগে চোট পেয়ে ছিটকে গেলেন ডর্টমুন্ডের মারিও গটজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement