বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিনকে বলা হয় 'ক্রিকেটের ভগবান'। ১৯৮৯ সালের ১৫ নভেম্বরে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাস্টার ব্লাস্টার সচিনের। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪০৯ রানের জবাবে ৪১ রানেই ৪টি উইকেট খুইয়ে ফেলে ভারত। আর তখনই মাঠে নামতে হয় ১৬ বছরের সচিনকে। ওয়াকার ইউনিসের আক্রমণাত্মক বলে সচিনের ১৫ রান নজর কেড়েছিল সমালোচকদের। সেই দিনের ম্যাচে সচিনের সঙ্গে বাকি যাঁরা খেলেছিলেন তাঁরা এখন পা রেখেছেন বিভিন্ন জগতে। এক নজরে দেখে নেওয়া যাক সচিনের অভিষেক টেস্টে বাকি যে দশ জন খেলেছিলেন তাঁদেরকে আর আজ তাঁরা কে কী করছেন?
আরও পড়ুন
যুদ্ধ শেষে কুকদের কৃতিত্বের তাজ কেড়ে নিলেন বিরাট