এই তিন ক্রিকেটারকেই ধরে রাখল সিএসকে। ছবি: সিএসকে-এর টুইটার সৌজন্যে।
নির্বাসন কাটিয়ে দু’বছর পর আইপিএলের মূল মঞ্চে প্রত্যাবর্তন ঘটাচ্ছে চেন্নাই সুপার কিঙ্গস(সিএসকে)। দু’বার আইপিএল জয়ী টিম টুর্নামেন্টে ফেরায় দেশের ক্রীড়াপ্রেমীদের সঙ্গে খুশি সিএসকে সমর্থকরাও।
সিএসকে সমর্থকদের খুশি নিঃসন্দেহে দ্বিগুন করে দিয়েছে সিএসকে কর্তৃপক্ষের মহেন্দ্র সিংহ ধোনিকে ধরে রাখার সিদ্ধান্ত। ১৫ কোটি টাকায় অধিনায়ক ধোনিকে ধরে রেখেছে সিএসকে। ধোনি ছাড়াও সিএসকে ধরে রেখেছে সুরেশ রায়না এবং রবীন্দ্র জাডেজাকে।
রায়নাকে ধরে রাখতে সিএসকে খরচ করেছে ১১ কো্টি টাকা, জাড্ডুকে ৭ কোটি টাকার বিনিময় ধরে রেখেছে সিএসকে।
আরও পড়ুন: রাহানের বাদে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন: অস্ট্রেলীয় ওপেনে দেখা যাবে না সেরেনাকে
বৃহস্পতিবার এই তিন ক্রিকেটারের চুক্তিপত্রে সই করার ভিডিও টুইটারে শেয়ার করে সিএসকে।
তবে, সই করার ভিডিওগুলির মধ্যে সেরা ছিল ধোনির চুক্তিপত্রে সই করার ভিডিওটি।
মেয়ে জিভাকে পাশে নিয়ে চেন্নাইয়ের চুক্তিপত্রে সই করেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাবা যখন মনোযোগ দিয়ে সই করছেন, তখন নিজের মনে খেলতে ব্যস্ত ছোট্ট জিভা।
ধোনির অধিনায়কত্বে ২০১০ এবং ২০১১ পরপর দু’বছর আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিঙ্গস। আইপিএল ছাড়াও ২০১০ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০-ও জিতে নেয় সিএসকে।