India vs Zimbabwe

নতুন কোচ, নতুন অধিনায়ক, বিশ্বজয়ী ভারতকে সামলাতে তৈরি জ়‌িম্বাবোয়ে

জ়িম্বাবোয়েতে টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে যাবে ভারতীয় দল। ভারতের দ্বিতীয় সারির দল পেলেও তৈরি জ়িম্বাবোয়ে। নতুন অধিনায়ক হয়েছেন সিকান্দার রাজা। কোচও নতুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২৪ ২১:৪৬
Share:

সিকান্দার রাজা। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ বার জ়িম্বাবোয়েতে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ়‌ খেলতে যাবে ভারতীয় দল। বিশ্বজয়ী দলের প্রায় কেউই থাকছেন না। তবে দ্বিতীয় সারির দল পেলেও প্রায় পূর্ণ শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে খেলবে জ়িম্বাবোয়ে। নতুন অধিনায়ক হয়েছেন সিকান্দার রাজা। নতুন কোচ হয়েছেন জাস্টিন সিমন্স।

Advertisement

জ়িম্বাবোয়ের দলে রাখা হয়েছে বেলজিয়ামে জন্ম হওয়া আনতুম নকভিকেও। তবে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই দলে পাকাপাকি ভাবে নেওয়া হবে তাঁকে। পাকিস্তানি দম্পতির সন্তান নকভির জন্ম বেলজিয়ামের ব্রাসেলসে। পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যান। সম্প্রতি নকভি জ়িম্বাবোয়ের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াও চলছে।

নতুন অধিনায়কের পাশাপাশি নতুন কোচের অধীনে নামছে জ়িম্বাবোয়ে। দলের দায়িত্ব নিয়েছেন জাস্টিন সিমন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি জ়িম্বাবোয়ে। তাই রাজার হাতে তরুণ দল তুলে দেওয়া হয়েছে।

Advertisement

৩৮ বছরের রাজা দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তিনি ৮৬টি টি-টোয়েন্টি খেলেছেন। রয়েছেন লুক জংওয়েও, যিনি ৬৩টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া অভিজ্ঞ জোরে বোলার রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানিকে দলে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্রেগ আরভিন এবং শন উইলিয়ামসকে। জায়গা পাননি রায়ান বার্ল, জয়লর্ড গুম্বি এবং আইনস্লে এনডিলোভুও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement