দীর্ঘ ২৮ বছর পরে ২০১১ সালে বিশ্বকাপে জেতে ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় তারা। সেই প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে ছিলেন যুবরাজ। ক্যানসারকে সঙ্গে নিয়েও ব্যাট ও বল হাতে দলের জয়ে বড় ভূমিকা নেন তিনি। তাই প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার বাছা হয় তাঁকে।
কোহলীদের বিশ্বকাপ দল নিয়ে কী বললেন যুবরাজ ফাইল চিত্র
২০১১ সালের পরে আর এক দিনের বিশ্বকাপ জিততে পারেনি ভারত। ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতলেও সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল ম্যাচ। সে বারের বিশ্বকাপের দল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ। কেন সে বার বিশ্বকাপে ব্যর্থ হয়েছিল ভারত, তা জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন শোয়ে যুবরাজ বলেন, ‘‘২০১১ সালের বিশ্বকাপে আমাদের ব্যাটিং লাইন আপ তৈরি ছিল। কে কোথায় খেলতে নামবে তা নির্দিষ্ট ছিল। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে সেটা ছিল না। বিজয় শঙ্করকে চার নম্বরে ব্যাট করতে নামানো হয়েছিল। কিন্তু ওর মাত্র সাতটি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। ও চোট পাওয়ার পরে নিয়ে যাওয়া হয়েছিল ঋষভ পন্থকে। ওর চারটি এক দিনের ম্যাচের অভিজ্ঞতা ছিল। দল বাছাইয়ে ভুল হয়েছিল।’’
২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন দলকে। কিন্তু সে বারও ভারতের ব্যাটিং লাইন আপ ভাল ছিল বলে জানিয়েছেন যুবি। তিনি বলেন, ‘‘২০০৩ বিশ্বকাপে দলের মিডল অর্ডারে আমি, দীনেশ মোঙ্গিয়া ও মহম্মদ কাইফ খেলেছিলাম। আমাদের তত দিনে ৫০টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অভিজ্ঞতার গুরুত্ব অনেক বেশি।’’
দীর্ঘ ২৮ বছর পরে ২০১১ সালে বিশ্বকাপে জেতে ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় তারা। সেই প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে ছিলেন যুবরাজ। ক্যানসারকে সঙ্গে নিয়েও ব্যাট ও বল হাতে দলের জয়ে বড় ভূমিকা নেন তিনি। তাই প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার বাছা হয় তাঁকে।