ঋদ্ধিমান সাহা। —ফাইল চিত্র।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে চলতি মরসুমের পরে আর মাঠে নামবেন না ঋদ্ধিমান সাহা। রবিবার রাতে সমাজমাধ্যমে অবসরের কথা জানিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক।
২০১০ সাল থেকে ২০২১ পর্যন্ত এগারো বছরে ভারতের হয়ে ৪০টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন ন’টি টি-টোয়েন্টিও। আইপিএলেও নানা দলের জার্সিতে তাঁকে দেখা গিয়েছে। রবিবার ঋদ্ধি লেখেন, “এই অবিস্মরণীয় যাত্রাপথের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই। বাংলার হয়ে শেষ বার এই মরসুমে প্রতিনিধিত্ব করছি। বাংলার জার্সিতে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই।”
প্রথম শ্রেণির ক্রিকেটে পনেরো বছর ঋদ্ধি বাংলার হয়ে খেলেছেন। মাঝে দু’বছর ত্রিপুরার হয়ে খেলেন। চলতি মরসুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় তিনি ফের বাংলার হয়েই রঞ্জি ট্রফিতে খেলছেন।