এশিয়া কাপ ফাইনালে উইকেট নিয়ে বিরাট কোহলির (ডান দিকে) সঙ্গে উল্লাস মহম্মদ সিরাজের। ছবি: টুইটার
এশিয়া কাপ ফাইনালে মাত্র চার ওভারের মধ্যে শ্রীলঙ্কার অর্ধেক দল আউট হয়ে গিয়েছে। তার মধ্যে চতুর্থ ওভারে ৪ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারের বলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন শ্রীলঙ্কার ব্যাটারেরা। সেই ওভারেই এমন একটি ঘটনা ঘটেছে যাতে গোটা ভারতীয় দল হেসে কুটিপাটি হয়েছে।
চতুর্থ ওভারের প্রথম চার বলে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। হ্যাটট্রিকের পরিস্থিতি ছিল। তাই আক্রমণাত্মক ফিল্ডিং সাজান ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্লিপে চার জন ফিল্ডার দাঁড় করিয়েছিলেন তিনি। ব্যাট করছিলেন ধনঞ্জয় ডি’সিলভা। সিরাজ তাঁর প্যাডের দিকে বল করেন। ধনঞ্জয় মিড অনের দিকে খেলেন। আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোয় সেই অঞ্চলে কোনও ভারতীয় ফিল্ডার ছিল না। ফলে সিরাজ নিজেই বলের পিছনে ছোটেন।
নিজের ফলো থ্রু শেষ করার পরেই দৌড়ন সিরাজ়। দৌড় শুরু করার সময় তিনি নিজেই হাসছিলেন। কারণ, সাধারণত কোনও পেসার বল করার পরে বলের পিছনে ছোটেন না। সিরাজ়কে ছুটতে দেখে বিরাট কোহলি, শুভমন গিলেরাও হাসতে থাকেন। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য-সহ দলের বাকি ক্রিকেটারেরাও হেসে কুটিপাটি হন। শেষ পর্যন্ত সেই বল ধরতে পারেননি সিরাজ। চার হয়ে যায়। যদিও পরের বলেই ডি’সিলভাকে আউট করেন সিরাজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রথম স্পেলেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ২ ওভারে ৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় পেসারদের দাপটে ফাইনালে ব্যাকফুটে শ্রীলঙ্কা। মাত্র ১৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে তারা।